চীন আমেরিকার পর আসতে চলেছে ভারতের নিজস্ব এআই মডেল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হল কম্পিউটার সাইন্সের একটি ভাগ, যেখানে মানুষের বুদ্ধিমত্তা শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলীকে কম্পিউটার অনুকরণ করার চেষ্টা করে। এআই লঞ্চ করার ক্ষেত্রে ইতিমধ্যেই চীন, আমেরিকা অগ্রণী ভূমিকা গ্রহণ করে ফেলেছে। তবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, এবার চ্যাটজিপিটি ডিপসিকের মত ভারতের নিজস্ব এআই মডেল লঞ্চ করতে চলেছে। চলতি বছরে আগামী ১০ মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে এই এআই মডেল।

চীন তাদের নতুন এআই ডিপসিক লঞ্চ করার পরেই ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকা। আমেরিকার শেয়ারগুলি এখন সব নিম্নমুখী। এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর কাজ করে। ভারতের নিজস্ব এআই মডেলের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ১৮ হাজার ৬৯৩ জিপিইউ -র মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। যেখানে ডিপসিক এআই ২০০০ জিপিইউ-র মাধ্যমে প্রশিক্ষিত। চ্যাটজিপিটি প্রশিক্ষিত ২৫ হাজার জিপিইউ-র মাধ্যমে।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইতিমধ্যেই এআই মডেলের ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে।  তিনি আরও জানান যে, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রেখে ভারতের নিজস্ব এআই মডেল লঞ্চ করা হবে। বর্তমানে ১৫ হাজার জিপিইউ রয়েছে ভারতের। এর মধ্যে ১০ হাজার জিপিইউ অপারেশনাল। এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে জোরকদমে কাজ চলছে। ৬ জন মেজর ডেভেলপার এর উপরে কাজ করছে।

আরও পড়ুন: পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসাবে কাকে বাছতে চলেছে ভারত? রাশিয়ার সুখোই-৫৭ নাকি আমেরিকার এফ-৩৫?

উৎকর্ষ ওড়িশা কনক্লেভে মন্ত্রী জানান, এআই মডেলের প্রাথমিক কাজ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ভারতের ব্যবহারকারীদের সব রকমের চাহিদা পূরণ করবে এই এআই মডেল। ইন্ডিয়া এআই কম্পিউটার ফ্যাসিলিটি-তে হচ্ছে এই এআই প্রশিক্ষণের কাজ। ভারতের এআই অন্যান্য দেশের এআইকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আগামী কয়েকদিনের মধ্যেই বাইটডান্স ফ্লাগশিপ এআই মডেলের উন্নততর ভার্সন চালু করতে চলেছে। তারপরেই ভারতের বাজারে আসতে চলেছে ভারতের নিজস্ব এআই অ্যাপ। বৈষ্ণব বলেছেন, “গত দেড় বছর ধরে, আমাদের টিম স্টার্টআপ, গবেষক, অধ্যাপকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। আজ, আমরা আমাদের নিজস্ব মৌলিক মডেল তৈরির জন্য প্রস্তাব আহ্বান করছি। মডেলটি ভারতীয় প্রেক্ষাপট, ভাষা এবং সংস্কৃতির প্রেক্ষিতে, পক্ষপাতমুক্ত হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *