Picnic Spots Near Kolkata: শীতের মরশুমে পিকনিক করার ১০টি সেরা ঠিকানা

Picnic Spots Near Kolkata: বাংলার বুকে সবে শুরু হয়েছে শীতের মরশুম। এরই মধ্যে আবার এগিয়ে এসেছে বড়দিন আর বৎসরান্তের ছুটির দিন। কচি-কাঁচাদের পরীক্ষাও শেষ হতে চলেছে প্রায়! এর মধ্যে ছুটি উপভোগ করতে কে না চায়! একের পর এক পিকনিকের পরিকল্পনা তৈরি হচ্ছে তবে কোথায় পিকনিক করা যেতে পারে সেই নিয়ে চিন্তিত! তাহলে আজকের প্রতিবেদনটি রইলো সেই সব সমস্যার মুশকিল আসান হিসেবে! স্কুল-কলেজের লম্বা ছুটি থাকলেও সমস্যা হয়ে যায় অফিসের ছুটি নিয়ে।

শৈশব শেষ হলে ছুটি পাওয়া নিয়ে সংশয় শুরু হয়। কর্মস্থলে ছুটি পাওয়া এবং সেই ছুটি ব্যবহার করে ভ্রমণে যাওয়ার দিনক্ষণ মেলানো হয়ে যায় মুশকিল। তাই এই শীতের মরশুমে কলকাতার কাছাকাছি কিছু একদিনের পিকনিক করার স্থান (Picnic Spots Near Kolkata) নিয়ে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। হুজুগে বাঙালির জীবনের খুশির রসদ মানেই ভ্রমণ, তাই এক দিন বা দুই দিনের ছোটখাটো পিকনিক করতে কোথায় যাবেন জানুন!

কলকাতার কাছে সেরা দশটি পিকনিকের জায়গা (Picnic Spots Near Kolkata):

১. শীতের মরশুমে পিকনিক করতে একদিনের জন্য ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে গাদিয়াড়া থেকে। ধর্মতলা থেকে মাত্র দুই বা আড়াই ঘণ্টার দূরত্বে অবস্থিত এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে একটি স্মৃতিমধুর অভিজ্ঞতা দেবে।

২. শীতের পিকনিক হোক বা ছোটখাটো ভ্রমণে ঘুরে আসতে পারেন জলঙ্গি ও গঙ্গা নদীর মাঝে অবস্থিত ভক্তির শহর মায়াপুরের ইসকন মন্দির থেকে।

আরো পড়ুন: মূল ভূখণ্ডের সাথে জুড়তে চলেছে সাগরদ্বীপ, তৈরি হবে গঙ্গাসাগর সেতু

৩. শুধু পিকনিক নয়, হাতে যদি দুই একদিনের ছুটি থাকে তবে ঘুরে আসতে পারেন মাইথন থেকে। কলকাতার কাছাকাছি ভ্রমণের স্থান হিসেবে (Picnic Spots Near Kolkata) মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য্য সবসময় চোখে পড়ার মতো হয়। নদীর নীলচে জল এবং মাইথনের বাঁধের নিকটবর্তী পাহাড়ি এলাকার সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।

৪. এছাড়া গ্রাম্য পরিবেশে শীতের মজা নিতে ঘুরে আসা যেতে পারে মান্দারন থেকে। কামারপুকুর থেকে ঘাটালের পথে আড়াই-তিন কিলোমিটার পথ গেলেই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এই মান্দারন গ্রাম চোখে পড়বে।

৫. আবার যদি কলকাতার কাছেই (Picnic Spots Near Kolkata) একদিনের ভ্রমণে যেতে চান তবে কল্যাণীর পিকনিক গার্ডেন হতে পারে সেরা ঠিকানা। বাচ্চা থেকে বড় সকলের মনোরঞ্জনের সেরা ঠিকানা হতে পারে এই পার্কটি।

আরো পড়ুন: এবার কমবে খরচ, গরুমারায় খুলছে তিনটি বন বাংলো

৬. শীতের মরশুমে বেড়িয়ে আসা যেতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকে।

৭. কলকাতার কাছাকাছি ভ্রমণ স্থান (Picnic Spots Near Kolkata) হিসেবে বেড়িয়ে আসা যেতে পারে হাওড়া শ্যামপুরের বিখ্যাত গড়চুমুক থেকে।

৮. এছাড়াও শীতের মরশুমে ভ্রমণের আরেকটি আদর্শ স্থান (Picnic Spots Near Kolkata) হিসেবে উঠে আসে বাকসির নাম। হাওড়ার বাগনান থেকে বাসে কিছুদূর গেলেই আসে এই ঐতিহাসিক স্থান। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ঘুরে দেখতে দেখতে শীতের দিন উপভোগ করা যেতে পারে।

৯. নদীর ধারে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসতে পারেন পানিত্রাসে। কোলাঘাট সংলগ্ন দেউল্টি থেকে অটো করে পৌঁছে যাওয়া যায় এই বিশেষ স্থানে।

১০. এছাড়াও দুই-একদিনের ভ্রমণে দীঘা ঘুরে আসার ব্যাপারে বাঙালির উপলক্ষ লাগেনা! শীতের ছুটিতে সমুদ্র উপভোগ করতে দীঘা ভ্রমণে (Picnic Spots Near Kolkata) যাওয়া যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *