Ranaghat Station: ভারতের বিভিন্ন রেল স্টেশন গুলিকে উন্নত ও আধুনিকীকরণ করায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের মূল লক্ষ্য। এখনো অব্দি মোট ১২৭৫ স্টেশনের আধুনিকীকরণের কাজ হয়েছে। এই প্রকল্পের আওতায় উন্নত স্টেশনের প্রবেশদ্বার থেকে শুরু করে, প্রয়োজন অনুসারে এসকেলেটর ইনস্টলেশন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, এক্সিকিউটিভ লাউঞ্জ ফ্রি ওয়াইফাই, ব্যবসায়ী মিটিং এর জন্য নির্দিষ্ট স্থান ইত্যাদি পরিষেবা গুলি যাত্রীরা পেয়ে এসেছেন।
অমৃত ভারত স্টেশনের প্রকল্পের অধীনে শিয়ালদহ বিভাগের ১৭টি স্টেশনের নাম প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছিল। রানাঘাট স্টেশনের (Ranaghat Station) নাম সেই প্রাথমিক তালিকায় ছিল না। তবে রানাঘাটবাসীদের দাবি মেনে পূর্ব রেল এই ব্যাপারে যথেষ্ট তৎপর হয়েছে। রানাঘাট, শিয়ালদহ বিভাগের অন্যতম প্রধান জংশন যা শান্তিপুর, গেদে, লালগোলার সাথে সংযোগ স্থাপন করছে। অমৃত ভারত প্রকল্প স্টেশনের আওতায় রানাঘাটের নাম অন্তর্ভুক্ত ভবিষ্যতে শহরের প্রাণকেন্দ্র পরিণত হতে চলেছে রানাঘাট স্টেশন।
পূর্ব রেল সুত্রে খবর অনুযায়ী, মডেল স্টেশনের ব্লু প্রিন্ট তৈরির কাজ প্রায় শেষ। স্টেশনটিকে ঢেলে সাজানোর জন্য ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার জন্য প্রথম পর্বে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।টেন্ডার তৈরির কাজও তাই শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: শিয়ালদহ ডানকুনি শাখার রেল যাত্রীদের জন্য চরম দুর্ভোগ
মডেল স্টেশনে (Ranaghat Station) পরিণত হলে কি কি সুবিধা পেতে চলেছেন যাত্রীরা? আসুন জেনে নেওয়া যাক। প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি এক্সিকিউটিভ লাউন্জ ,ভিআইপি ওয়েটিং হল, স্থানীয় পণ্য প্রচারের জন্য নির্দিষ্ট স্থান ইত্যাদি থাকবে। এছাড়াও এস্কেলেটর, লিফট, ডরমেটরি, ফুড কোর্ট, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, নতুন টিকিট বুকিং অফিস, অত্যাধুনিক অবসরকক্ষ ইত্যাদির সুবিধাও পেতে চলেছেন যাত্রীরা।
আগামী দিনে নৈহাটি জংশনের সাথে যুক্ত হতে চলেছে রানাঘাট জংশন স্টেশন (Ranaghat Station)। ফলে রানাঘাটের গুরুত্ব অনেক অংশই বেড়ে যাবে। নৈহাটি স্টেশনের সাথে রানাঘাট যুক্ত হওয়ার পর উত্তরবঙ্গ গামী বিভিন্ন ট্রেন এই স্টেশনের উপর দিয়েই যাবে। বছরে রানাঘাট স্টেশন থেকে আয় হয় ১৫ কোটি টাকারও বেশি। এই আধুনিকীকরণের ফলে আগামী দিনে আরও আয়বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করছেন কর্তৃপক্ষ।