Direct Selling Companies: বিধিভঙ্গের অভিযোগে কাঠগড়ায় ১৭ টি সংস্থা, নামের তালিকা দিলো ডিরেক্ট সেলিং বোর্ড

Direct Selling Companies: সরাসরি পণ্য বাজারে বিক্রি করে এমন ১৭টি ডাইরেক্ট সেলিং কোম্পানির বিরুদ্ধে নোটিশ দিলো ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক। অভিযোগ এইসব সংস্থা আর্থিক উন্নতির জন্য ক্রেতাদের সুরক্ষার আইন অমান্য করে ভারতের মাটিতে রমরমিয়ে ব্যবসা করে। এর মধ্যে রয়েছে ওরিফ্লেম, বিহান, জেনেসার মতো একাধিক ছোট বড় সংস্থা। মূলত ব্যবসায় লাভের জন্য ক্রেতাদের সুরক্ষিত রাখার আইনের তোয়াক্কা করছেনা এইসব সংস্থা।

একটি বিবৃতিতে ক্রেতা সুরক্ষা দপ্তর জানিয়েছে এর মধ্যে ১৩টি সংস্থার বিরুত্বে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে থেকে প্রথম তিনটি সংস্থা এখনও কোনো উত্তর জানায়নি। নিয়ন্ত্রকের দাবি এই ১৭টি সংস্থা স্বাস্থ্যকর সীমা না মেনে বা ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করে পরিষেবা দিচ্ছে। ফলে তা নজরে আসে ক্রেতা সুরক্ষা দপ্তরের আর তার পরেই শুরু হয় অশান্তি।

সংশ্লিষ্ট মন্ত্রক দাবি করেন ওই সব ডাইরেক্ট সেলিং কোম্পানি (Direct Selling Companies) ক্রেতাদের প্রতারিত করে অনেকসময় ধরা পড়েনা। তবে তিনি জানান কিছু ভুয়ো সংস্থা বেআইনি অর্থ লগ্নির ব্যবসা চালিয়ে যেতে চাইছে। আর এর জন্য তারা ব্যবহার করছে ডাইরেক্ট সেলিং মেশিন। ক্রেতা সুরক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী গ্রাহকদের গ্রহণযোগ্য এবং যোগ্য পরিষেবা দিয়ে থাকে। কিন্তু এই অসাধু সংস্থাগুলি ডি ডলারাইজেশন সাধারণ মানুষকে বিদেশ ভ্রমণ এবং মোটা টাকা কমিশনের লোভ দেখিয়ে বিক্রয় করা।

আরো পড়ুন: টন টন শোনা কিনছে দিল্লি, রইলো এর নেপথ্যের কারণ

এছাড়াও গ্রাহকদের বলা হয়েছে সরকার দেশে যেমন স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং যোগ্যতার নিরিখে বাজারের পরিবেশ রাখবে, তেমনি তাদেরও সজাগ থাকতে হবে। এর জন্য ক্রেতা সুরক্ষা দপ্তরের থেকে জানাচ্ছে যে কোনরকম আর্থিক লেনদেন করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। এছাড়া টাকা দেওয়া ও ফেরতের ব্যাপারেও সমস্ত নীতি খুঁটিয়ে দেখে নিতে বলছে। এছাড়াও ডাইরেক্ট সেলিং কোম্পানিতে (Direct Selling Companies) লোক যোগ করলে অর্থ দেওয়া হবে এই প্রলোভনে পা দেবেন না।

চলুন দেখে নিই কোন কোন ডাইরেক্ট সেলিং কোম্পানির (Direct Selling Companies) বিরুদ্ধে জারি হয়েছে নিষেধাজ্ঞা:

  • অরিফ্লেম ইন্ডিয়া
  • ভিহান ডাইরেক্ট সেলিং ইন্ডিয়া
  • ট্রিপ্লেটস
  • ওরিয়েন্স গ্লোবাল মার্কেটিং
  • জেন্নেসা ওয়েলনেস
  • জাংচার মার্কেটিং
  • অয়োল্টে মার্কেটিং
  • প্রিত লাইফ কেয়ার
  • এনরুটস হরাইজন
  • ই বায়োটোরিয়াম নেটওয়ার্ক
  • মেঘদূত মার্কেটিং
  • সুই ধাগা লাইফস্টাইল
  • উইনমার্গ বিজনেস
  • আয়ুষরত্ন ন্যাচারাল হার্বাল
  • বায়থন লাইফ কেয়ার
  • ওকফ্লিপ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *