আবারো হয়রানির সম্মুখীন রেলযাত্রীরা, বন্ধ করা হলো হাওড়া স্টেশনের ২ বিশেষ পরিষেবা

ভারতের লাইফ লাইন বলা হয় রেল মাধ্যমকে। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিদিন দেশের নানা প্রান্তে ছুটে চলেছে লাখ লাখ মানুষ। ফলে রেল সংক্রান্ত কোনো কাজে রেলের কোনো পরিষেবা বন্ধ থাকলে ভোগান্তির শিকার হয় সাধারণ রেলযাত্রীরা। সম্প্রতি আবারও সেই ভোগান্তিতে পড়তে চলেছে হাওড়া স্টেশনের যাত্রীরা। হঠাৎ করেই দুই পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত পূর্ব রেলের। কি কারণে এই সিদ্ধান্ত? কোন দুই পরিষেবা বন্ধ করা হবে? কবে থেকে চালু হবে সেই দুই পরিষেবা?

এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন বলা হয় হাওড়া স্টেশনকে। যে ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন কাজের সূত্রে, ভ্রমণের উদ্দেশ্যে লাখ লাখ মানুষ যাতায়াত করে। কিন্তু হঠাৎ করেই পূর্ব রেল হাওড়া স্টেশনের গুরুত্বপূর্ণ দুই পরিষেবা বেশ কিছুদিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করল। সেই দুই বিশেষ পরিষেবা হল ডরমিটরি এবং রিটায়ারিং রুম। যে দুটি ঘর মূলত মাঝরাতে বা ভোরবেলায় ট্রেন ভ্রমণকারী ব্যক্তিরা ব্যবহার করেন। কিন্তু কেন এই দুটি ঘর হঠাৎ স্থগিত রাখা হচ্ছে?

এই প্রসঙ্গে পূর্ব রেল তরফে গত শুক্রবার জানিয়েছেন যে হাওড়া স্টেশনে যাত্রীদের সুবিধার কথা ভেবে বড় ধরনের সংস্করণের কাজ চলছে। আর সেই কাজের জন্যই ডরমিটরি এবং রিটায়ারিং রুম দুটি আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কবে থেকে আবারও পুনরায় চালু করা হবে হাওড়া স্টেশনের এই দুই বিশেষ রুম? স্থগিত অবস্থাকালীন সময়েই বা হাওড়া স্টেশনের দূর ভ্রমণকারী ব্যক্তিরা বিকল্প পরিষেবা হিসেবে কি পাবে?

আরও পড়ুন: আবারও মেট্রো চলাচলে বিভ্রাট, টানা ২দিনেরও বেশি সময় বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা

পূর্ব রেল তরফে রেল যাত্রীদের সুবিধার্থে বিকল্প হিসেবেও একটি ব্যবস্থার কথা জানিয়েছে। রেল তরফে জানানো হয়েছে রেল যাত্রীদের সুযোগ-সুবিধা প্রদান করাই হলো তাদের প্রধান লক্ষ্য। তাই রেল স্টেশনে সংস্করণের কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে যে কদিন এই সংস্করণের কাজ চলবে সেই কদিন স্টেশনের লাউঞ্জের রুমগুলি বুক করতে পারেন যাত্রীরা। অর্থাৎ হাওড়া স্টেশন প্রাঙ্গণের মধ্যেই IRCTC দ্বারা পরিচালিত লাউঞ্জে বেশ কিছু রুম রয়েছে। এই রুমগুলি রেল যাত্রীরা চেক-ইন অথবা বুক করতে পারেন।

প্রসঙ্গত, দূর ভ্রমণকারী রেল যাত্রীদের জন্য হাওড়া স্টেশনের ডরমিটরি এবং রিটায়ারিং রুম বিশেষ পরিষেবা প্রদান করে। বিশেষত যারা ভোরবেলা ট্রেনে ভ্রমণ করবেন অথবা যারা মাঝরাতে ট্রেন ধরার জন্য স্টেশনে রাত কাটাতে চান তারা আশেপাশের কোনো হোটেল বুক না করে হাওড়া স্টেশনের এই বিশেষ পরিষেবার সুবিধা নেন। সাধারণত যারা পরিবার নিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তারা হাওড়া স্টেশনে রাত কাটানোর জন্য এই জায়গাগুলিকে নিরাপদ বলে মনে করেন। তাই এখানেই তারা থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু বিশেষ সংস্করণের জন্য বেশ কয়েকদিন এই দুই পরিষেবা বন্ধের ঘোষণা করেছে পূর্ব রেল। পাশাপাশি পূর্ব রেল তরফে জানানো হয়েছে এই সংস্করণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার নির্দেশ দেওয়ার পরেই চালু হবে এই দুই বিশেষ রুম। ততদিন পর্যন্ত স্থগিত সিদ্ধান্তই কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *