Kolkata Metro: কলকাতা মেট্রোর মানচিত্রে নয়া পালক, জুড়ছে নতুন ২০টি রেক

Kolkata Metro: কলকাতার যাতায়াত মাধ্যমের অন্যতম মাধ্যম হলো মেট্রোরেল। যাকে কলকাতার লাইফ লাইন বলা হয়। কলকাতায় চালু হওয়া নানান যাতায়াত মাধ্যমের মধ্যে যানজটমুক্ত বিশেষ মাধ্যম হল এই মেট্রোরেল। যার ফলে অফিস টাইমে বহু কলকাতাবাসী যানজটহীন ভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো পথ বেছে নেন। ফলে যাত্রী সুবিধার্থে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে কলকাতা মেট্রো। তেমনি চলতি বছরে একাধিক সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জুরছে নতুন ২০টি রেক। কোন কোন লাইনে চলবে? আর কি কি পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো?

৩৬ রেক চলাচল

এখনো পর্যন্ত কলকাতার মেট্রো বাহিনীতে রয়েছে ৩৬টি রেক। অর্থাৎ কলকাতার সমস্ত মেট্রো লাইন জুড়ে ৮ কামরা বিশিষ্ট ৩৬টি মেট্রোরেক চালানো হয়। যার মধ্যে 4টি রেক চালানো হয় কবি সুভাষ থেকে রুবী পর্যন্ত অরেঞ্জ লাইন রুটে। অন্যদিকে ৪টি রেক ব্যবহার করা হয় জোঁকা থেকে মাঝেরহাট রুটের পার্পল লাইনে। তবে বর্তমানে এই মেট্রো যাতায়াত আরো সহজ করতে অতিরিক্ত রেক নিয়ে আসার পরিকল্পনা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে প্রায় ২০টি নয়া রেক আনবে কলকাতা মেট্রো (Kolkata Metro)।

কোন রুটে ২০টি রেক চালাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)?

কলকাতা মেট্রো সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, কলকাতা শহর জুড়ে বিভিন্ন লাইনে মেট্রো চলাচল করে। আর সেইসব লাইনের মধ্যে অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন এবং পার্পল লাইনে এই আধুনিক রেক ব্যবহার করা হবে। যার ফলে মেট্রো যাত্রীদের যাতায়াত হবে আরো সুবিধাজনক।

কবে থেকে চালু হবে?

সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিল মাস অর্থাৎ আগামী মাসেই একসাথে ২টি নয়া রেক কলকাতায় আনছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। অন্যদিকে চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ কলকাতায় এসে পৌঁছাবে বাকি ১৮টি মেট্রো রেক। তবে কবে থেকে এই মেট্রোরেক চালু হবে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এর সাথে এও খবর রয়েছে এই আধুনিক ২০টি রেক কলকাতায় পৌঁছালে আরো ৩৭টি রেক আনার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।

আরও পড়ুন: কষ্ট করে আর উঠতে হবে না ট্রেন কিংবা মেট্রোতে, রেলের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন সাবওয়ে

অন্যান্য কাজের পরিকল্পনা

তবে আধুনিক রেক চালু করার পাশাপাশি আরো বেশ কিছু কাজের পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা গিয়েছে কলকাতার যে রুটগুলিতে মেট্রো লাইন তৈরির কাজ ও অন্যান্য কাজ চলছে তা আগামী ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। যার ফলে এই কাজ দ্রুত সম্ভব হলে মেট্রোপথের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে।

মেট্রোপথের দৈর্ঘ্য কত কিলোমিটার প্রসারিত হবে?

মেট্রো কর্তৃপক্ষ তরফে খবর রয়েছে, আগামী ৩ বছরের মধ্যে যত দ্রুত সম্ভব মেট্রোর নির্মীয়মান প্রকল্পগুলির কাজ শেষ করার লক্ষ্যে রয়েছে। যার ফলে এই কাজ শেষ হলে সারা শহর জুড়ে মেট্রো লাইনের দৈর্ঘ্য অনেকটাই বৃদ্ধি পাবে। প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে প্রায় ৬০ কিলোমিটার প্রসারিত রয়েছে মেট্রো লাইন। যা পরবর্তী কয়েক বছরে প্রায় আরও ৬০ কিলোমিটার বৃদ্ধি পেয়ে মোট ১২০ কিলোমিটার দৈর্ঘ্য প্রসারিত হবে। যার ফলে যাত্রাপথও অনেকটা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *