Hangzhou Regent International: এক ছাদের তলায় ২০ হাজার মানুষ! তৈরি হল এমনই একটি আবাসন, কিভাবে সম্ভব?

Hangzhou Regent International: সারা বিশ্বজুড়ে রয়েছে বহু বড় বড় শহর। যেখানে রয়েছে উঁচু লম্বা লম্বা পৃথক পৃথক আবাসন। তবে সেইসব শহরের বাড়িগুলিকে টেক্কা দিয়ে তৈরি হলো পৃথিবীর সবচেয়ে বড় আবাসন (Hangzhou Regent International)। যা একটা শহরকে একত্রিত করেছে এক ছাদের তলায়। যা দেখে কোনো আবাসন বা বাসভবন মনে হবে না। দেখে মনে হবে একটি মস্ত বড় শহর। কোথায় রয়েছে এই বাসভবন? এই বাসভবনের মধ্যে আর কি কি বা রয়েছে? কারাই বা থাকে সেখানে?

প্রসঙ্গত, পরিকল্পনা করা হয়েছিল এই আবাসনটিকে হোটেল হিসেবে তৈরি করার। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তে বদল আসে। হোটেলের পরিবর্তে তৈরি করা হয় ঝাঁ-চকচকে বৃহৎ আকারের আবাসন (Hangzhou Regent International)। যার আকৃতি ইংরেজি অক্ষর ‘S’-এর মতো। লম্বায় রয়েছে ৬৭৫ ফুট। পুরো আবাসন মিলে রয়েছে মোট ৩৯ তলা। যা দূর থেকে দেখলে শুধু আবাসনের জানালা বারান্দাগুলোই চোখে পড়ে। এছাড়াও আর কি কি রয়েছে এই বৃহৎ বাসভবনে?

সূত্রের খবর, পৃথিবীর বৃহৎ এই আবাসনে রয়েছে বেশ কিছু উন্নত মানের ফ্ল্যাট। উল্লেখ্য বিষয় এই বাসভবন শুধু মানুষের থাকার জায়গা নয় এখানে রয়েছে একের মধ্যেই সব। অর্থাৎ থাকার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান। শুধু দোকান বলা ভুল হবে, রয়েছে স্কুল, কলেজ হসপিটাল, খেলার মাঠ, সুইমিং পুল, সেলুন, বিভিন্ন সেন্টার সর্বত্র। ফলস্বরূপ সব মিলিয়ে একটা শহর বলা চলে এই আবাসনকে। কি নাম এই আবাসনের?

হোটেলের পরিবর্তে তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই বাসভবনের নাম হল হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল। এখানে বসবাস করেন প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ। কোথায় রয়েছে এই বিরাট আবাসন?

পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই বাসভবন তৈরি হয়েছে চিন দেশে। আর এই বৃহৎ আবাসনে (Hangzhou Regent International) বাস করেন ‘হ্যাং পিয়াও’-রা। ‘হ্যাং পিয়াও’ বলতে যাদেরকে বোঝায় তারা হলেন সমাজমাধ্যমের তারকা, প্রভাবশালী ব্যক্তি এবং চিনের তরুণ পেশাদাররা। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই বৃহৎ বাসভবনের ছবি এবং ভিডিও ক্লিপ। যা দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু নেটিজেনরা। এর পাশাপাশি জানা গিয়েছে এই বাসভবনের ছোট ছোট ফ্ল্যাটগুলির ভাড়া রয়েছে মাস প্রতি ১৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *