Senior Citizen Savings Scheme: সারা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণে একাধিক উন্নতিমূলক স্কিম চালু করা হয়েছে। ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমেও শুরু হয়েছে সঞ্চয় স্কিম পরিচালনা করা। শিশু থেকে বৃদ্ধ সকলের ভবিষ্যতের অর্থনৈতিক সমস্যা পূরণের জন্য রয়েছে একাধিক স্কিম। বর্তমানে বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত জীবন কাটানোর জন্য অনেকেই বিনিয়োগ করার কথা ভাবেন। এই চাহিদার কথা ভেবেই পোস্ট অফিসের নতুন স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যা বার্ষিক ৮ শতাংশের বেশি সুদ প্রদান করে।
এই স্কিম বিশেষত বয়স্কদের জন্য তৈরি। যাতে থাকছে সিরকারী নিরাপত্তা, বেশি সুদ এবং কর ছাড়ের সুবিধা। অবসর বয়সে আয়ের জন্য এই স্কীমটি (Senior Citizen Savings Scheme) অন্যতম। একক বা যৌথ ভাবে যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এর মেয়াদ রাখা হয়েছে ৫ বছর যা প্রয়োজনে বাড়ানো যেতে পারে। এতে বার্ষিক ৮.২ শতাংশ সুদ প্রদান করা হয়। এছাড়া নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যাবে যা ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের মত দেয়।
এই স্কিমে (Senior Citizen Savings Scheme) নিজের নামে একক বা দ্বৈত একাউন্ট খোলা যেতে পারে। একটি একাউন্টে সর্বাধিক ৩০ লক্ষ টাকা জমানো যেতে পারে। স্বামী স্ত্রী যদি দুটি পৃথক একাউন্ট খোলেন তবে সেক্ষেত্রে ৬০ লক্ষ টাকা জমানো যেতে পারে। এর মেয়াদ প্রাথমিক ভাবে ৫ বছর স্থির করা হলেও তা আরও তিন বছরের জন্য বাড়ানো যেতে পারে।
আরো পড়ুন: মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ, পর্যটন ব্যবসায় অন্ধকারের ছায়া
- সর্বাধিক জমা অর্থ: ৩০ লক্ষ
- সুদের হার: বার্ষিক ৮.২ শতাংশ
- মেয়াদ: ৫ বছর
- বার্ষিক সুদ: ২,৪০,০০০ টাকা
- ত্রৈমাসিক সুদ: ৬০,১৫০ টাকা
- মাসিক সুদ: ২০,০৫০ টাকা
- পাঁচ বছরের সুদের পরিমাণ: ১২,০৩,০০০ টাকা
- মোট রিটার্ন: ৪২,০৩,০০০ টাকা
যদি এই স্কিমে (Senior Citizen Savings Scheme) জমা অর্থ থেকে নিয়মিত আয় করতে চান তবে প্রতি ত্রৈমাসিকে ৬০,১৫০ টাকা বা প্রতি মাসে ২০,০৫০ টাকা পেতে পারেন। যদি এই সুদের টাকা না তুলতে চান সেক্ষেত্রে ৫ বছরে সুদ হিসেবে পেতে পারেন ১২ লক্ষ টাকারও বেশি। মেয়াদ পূর্ণ হলে সুদের টাকা সহ জমাকৃত পুরো অর্থ ফেরত পাবেন যা আপনি চাইলে পুনরায় বিনিয়োগ করতে পারবেন।