UGC Fake University: সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিটির তরফে প্রকাশ করা একটি তথ্য হইচই ফেলেছে গোটা দেশে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের বাচ্চাদের পড়াশুনায় ভর্তির বিষয়ে আরও নজরদারি করতে নির্দেশ দিয়েছে। প্রকাশ করা হয়েছে ভারত জুড়ে চলা ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম। এই তালিকায় থাকা প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন কোর্সে পড়ানো এবং ভর্তির দাবি করা হয়। কিন্তু ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের কাছে বিষয়গুলি রেজিস্টার্ড না হওয়ায় এই কড়া পদক্ষেপ নিয়েছে UGC।
এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কোর্স ফিয়ের উপর ছাড় দিয়ে বিভিন্ন স্ট্রিমে ভর্তির প্রলোভন দেখিয়ে থাকে। সেই ফাঁদে পা দিয়ে পরবর্তীকালে গহণযোগ্যতাহীন সার্টিফিকেট থাকার দরুন ভবিষ্যতে সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির (UGC Fake University) ক্ষেত্রে UGC জানায় একাডেমিক এবং পরিকাঠামোগত মানদণ্ড মানা হয়নি এইসব প্রতিষ্ঠানে।
আরো পড়ুন: ভারত তালিবানের দ্বিপাক্ষিক বৈঠক, কীভাবে সম্ভব হল
এইসব ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি (UGC Fake University) কারো নিয়ন্ত্রণে না থাকায় ছাত্রছাত্রীরা বিশেষ করে প্রভাবিত হয়ে থাকেন। এর ফলে তাদের অর্থ এবং মূল্যবান সময় দুটোই ব্যয় হয়। তাই UGC পড়ুয়াদের ভর্তির আগে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত তথ্য দেখে ও পর্যালোচনা করে এবং UGC অনুমোদন রয়েছে কিনা সমস্ত কিছু দেখে তবেই ভর্তি হতে নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে যেসব বিশ্ববিদ্যালয় UGC আইন ১৯৫৬-এর অধীনে নিবন্ধিত রয়েছে একমাত্র সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভারতে ডিগ্রি দেওয়ার অধিকার রয়েছে।
এর আগেও ২০২৪ সালের মে মাসে UGC এমনই কিছু ভুয়ো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের (UGC Fake University) নাম সামনে আনে। যদিও এবারেও সেই তালিকায় কোনো পরিবর্তন আসেনি। সমাজ মাধ্যমে আবারও ভাইরাল এই তালিকা।
চলুন দেখে নিই ভারতের ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের (UGC Fake University) তালিকা:
- ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুনটুর
- বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ
- এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি
- কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি
- ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
- ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
- এডিআর সেন্ট্রিক জুরিসডিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি
- আইআইএসই, দিল্লি
- বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি
- আধ্যাত্বিক বিশ্ববিদ্যালয়, দিল্লি
- বরগনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও
- সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা
- আইআইইউপিএম, কোঝিকোড়
- রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর
- শ্রী বোধী অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, পোন্ডিচেরি
- গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, এলাহাবাদ
- নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, আলিগড়
- ভারতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্ণৌ
- মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
- ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা