Safest Indian Banks: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত ভারতের সেরা তিনটি নিরাপদ ব্যাংক

Safest Indian Banks: ভারতীয় অর্থনীতির ভিত্তি হিসেবে তৈরি হয়েছে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক। যার উপর নির্ভর করে রয়েছে গোটা ভারতের অর্থনীতি। সাধারণ মানুষের জমাকৃত অর্থ মারফত ব্যবসা করে হোক বা ঋণের মাধ্যমে টাকা খাটানো উভয় ক্ষেত্রেই ব্যাংকের ভূমিকা অতুলনীয়। তবে একাধিক ভারতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংক থাকলেও সম্প্রতি RBI দ্বারা প্রকাশিত একটি তালিকায় দেশের সবচেয়ে বেশি সুরক্ষিত তিনটি ব্যাংকের নাম উঠে এসেছে।

আজকাল ব্যাংক জালিয়াতি, সাইবার ফ্রড আকছার ঘটনা হয়ে উঠেছে। সাধারণত ফোন করে বিল পেমেন্ট বা এটিএম বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ব্যাংকের একসেস। আর এরপরই টাকা নিয়ে চম্পট। এই ধরনের সমস্যায় টাকা ফেরত পাওয়ার ব্যাপারে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর এই তৎপরতার উপর ভিত্তি করে জেনে নিন দেশের সেরা তিনটি সুরক্ষিত ব্যাংকের (Safest Indian Banks) নাম।

ভারতের সব থেকে বড় তিনটি ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্যাংক (HDFC) এবং আইসিআইসিআই ব্যাংক (ICICI)। যেগুলি সম্প্রতি আবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা ডোমেস্টিক সিস্টেমেটিক ইনপোর্টেড (D-SIBs) ব্যাংক বলে গন্য হয়েছে। চলতি বছরের গত ১৩ই নভেম্বর এই তালিকা প্রকাশ করেছে RBI। জানা যাচ্ছে চলতি বছরে দেশের অর্থনৈতিক উন্নতির পিছনে এই তিনটি ব্যাংক অতি গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত ভূমিকা পালন করেছে (Safest Indian Banks) যা আমাদের দেশকে দেশকে অর্থনৈতিক ভাবে আরও প্রসারিত হতে সাহায্য করে।

আরো পড়ুন: গ্রাহকদের জন্য দারুন সুখবর, ফিক্সড ডিপোজিটে ব্যাপক অফার দিচ্ছে এই ব্যাংকগুলি

এই তালিকাভুক্ত ব্যাংকগুলো দেশের অর্থনীতিতে এতটা মূল্যবান ভূমিকা (Safest Indian Banks) রাখে যে এদের পতন দেশীয় অর্থনৈতিক অবস্থার উপর ভয়ানক প্রভাব ফেলবে। আর সেই জন্যই এই ব্যাংকগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুরক্ষা দেওয়া হয়। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলির জন্য অতিরিক্ত কমন ইকুইটি টিয়ার ১ বা CET 1 ক্যাপিটাল রাখা হয় যা বিপদকালীন অর্থনৈতিক সমস্যা এড়াতে সাহায্য করে।

প্রসঙ্গত RBI ২০১৪ সাল থেকে এই তালিকা প্রকাশ করার কাজ শুরু করে। এবং এই তালিকার ভিত্তিতে ব্যাংকগুলোকে অতিরিক্ত গুরুত্বের নজরে রাখা হয়। জানা যাচ্ছে নিরাপত্তার জন্য নতুন নিয়মে ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে এইসব ব্যাংক-কে সরকারের তরফে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *