Box Office Blockbuster 2024: পুষ্পা থেকে কল্কি, ২০২৪ এ বক্স অফিসে জায়গা করে নেওয়া সেরা ৫ ভারতীয় ছবি

Box Office Blockbuster 2024: ২০২৪ সালে মুক্তি পেয়েছে একাধিক হিন্দি, বাংলা ও দক্ষিণী ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে বেশ কিছু সিনেমাকে বক্স অফিসে সুপারহিট বলে দাবি করা হয়েছে। মূলত সাফল্যের নিরিখেই এই তকমা দেওয়া হয় ভারতীয় সিনেমাগুলিকে। কিন্তু শুধু একার ভালো লাগলেই সেই ছবি সফল গন্য করা বোকামি, যেসব ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন পরে সেইসব ছবিকেই বক্স অফিস হিট ছবি বলা যেতে পারে। ২০২৪ জুড়ে মুক্তি পাওয়া একাধিক ভাষার ছবির সংখ্যা নেহাত কম নয়। এর মধ্যে সেরা ৫ ছবি সম্পর্কে জেনে নিন:

১. কল্কি ২৮৯৮ এডি:

বছরের মধ্যভাগে মুক্তি পাওয়া ছবি কল্কি ২৮৯৮ এডি সিনেমাটি প্রকাশ পাওয়ার পর থেকেই মানুষের মুখে এর জয়জয়কার শোনা যায়। মাত্র ১১ দিনেই করে ২০০ কোটি টাকার ব্যবসা। ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দীপিকা পাডুকোন, শ্বাশত চট্টোপাধ্যায় সহ তাবড় তাবড় সব অভিনেতা-অভিনেত্রীদের। ছবিতে দেখা গেছে দুর্দান্ত VFX-এর ব্যবহার। এছাড়াও অনবদ্য গল্প মিলিয়ে ছবির বক্স অফিসের (Box Office Blockbuster 2024) গ্রস কালেকশন দাঁড়ায় ১১০০ কোটি টাকা।

২. স্ত্রী ২:

স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর অভিনীত ছবি স্ত্রী ২। দুই দিনেই বক্স অফিস (Box Office Blockbuster 2024) মাতিয়ে টপকেছিল ১০০ কোটির গণ্ডি। যা আয়ের নিরিখে পিছনে ফেলেছে শাহ রুখ খানের জওয়ান ছবিকেও। দেশের সবচেয়ে জনপ্রিয় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে এই ভুতুড়ে ছবি।

৩. ভুল ভুলাইয়া ৩:

দীপাবলির সময় ভারত জুড়ে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া ৩। এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমেছিল দর্শকদের। গোটা বিশ্বে প্রায় ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন কার্তিক আরিয়ান। গত মাসের সমাজ মাধ্যমের একটি পোস্টে ভুল ভুলাইয়া ৩ বক্স অফিসে (Box Office Blockbuster 2024) ৪০০ কোটি টাকার ব্যবসা করার কথা জানিয়েছেন।

আরো পড়ুন: গানের সুরে কোমর দোলালেন ঋতুপর্ণা, জমজমাট বহুরূপীর সাকসেস পার্টি

৪. সিংঘম এগেইন:

ভুল ভুলাইয়া ৩-এর সাথেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রোহিত শেঠির সিংহাম এগেইন। এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চরমে। বক্স অফিসের লিস্টে ৩০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই ছবি। বলিউডের একাধিক নামজাদা তারকাদের নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। সঙ্গে খল নায়ক হিসেবে ছিলেন অল্লু অর্জুন।

৫. পুষ্পা ২:

বক্স অফিসে (Box Office Blockbuster 2024) অন্যতম ভালো ফল করা ভারতীয় সিনেমা হলো পুষ্পা: দ্যা রুল। মুক্তি পেয়েছে গত ৫ই ডিসেম্বর। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই দক্ষিণী ছবি। দ্রুততম ৫০০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড করে এই ছবিটি। এখনও পর্যন্ত ১৭০০ কোটি টাকার ব্যবসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *