Gold: সোনার প্রতি আকর্ষণ কার নেই? বিশেষত মহিলাদের স্বর্ণ অলংকারের প্রতি আলাদাই একটা আকর্ষণ রয়েছে। কম-বেশি সকলেরই সোনার অলংকার বা সোনা কেনার ইচ্ছা থাকে। কিন্তু বর্তমানে সোনার যা দাম তাতে করে আর্থিক অভাবে অনেকে এই শখ পূরণ করতে পারে না। তবে আজকের এই প্রতিবেদনে এমন কিছু জায়গার কথা বলা হয়েছে যেখানে ভারতের তুলনায় সোনার দাম অনেকটাই কম। তবে সোনার মূল্য (Gold) কম মানে যে তার গুণগত মান খারাপ তা নয়। যেমন দাম কম তেমনি উন্নত গুণমান রয়েছে সোনার। তাই সোনা কেনার ইচ্ছে হলে চলে যেতে পারেন এই জায়গায়। দেখে নিন সেই ৫ জায়গার নাম সহ সেখানকার সোনার মূল্য।
হংকং
ভারতের তুলনায় সোনা সস্তা (Gold) চীনের হংকংয়ে। সেখানে ১০ গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার মূল্য HKD ৬৫৫। যা ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৭২,০৫০ টাকা। সেই হিসাবে ১২ই অক্টোবর ২০২৪-এ ভারতীয় সোনার দাম (৭৭৭০০)-এর সাথে তুলনা করলে ১০ গ্রাম প্রতি ৫,৬৫০ টাকা কম রয়েছে হংকং-এর সোনার দাম।
সংযুক্ত আরব আমীরশাহী
১২ই অক্টোবর ২০২৪-এ ভারতীয় সোনার দামের হিসাবে সংযুক্ত আরব আমীরশাহীর দুবাইয়ে সোনার মূল্য ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামে ৪,৮৬০ টাকা কম। অর্থাৎ দুবাইয়ে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার মূল্য AED ৩,১৮০.২৫। যা ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৭২ হাজার ৮৪০ টাকা।
ইন্দোনেশিয়া
যেমন উন্নত গুণগতমান তেমনি সোনা সস্তা ইন্দোনেশিয়ায়। বলা যায় সব দেশের মধ্যে এই দেশেই সবচেয়ে কম মূল্যে সোনা পাওয়া যায়। ১২ই অক্টোবরের হিসাবে ভারতের সোনার দামের তুলনায় ইন্দোনেশিয়ার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫,৮২০ টাকা কম।
আরো পড়ুন: ভারতীয় মুদ্রার দাম আবারো কমে গেলো, ডলারের নিরিখে কত হলো এর দাম
কম্বোডিয়া
উচ্চমানের সোনার জন্য পরিচিত এই দেশ। কম্বোডিয়ায় ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৩৪৭,৩৭৮.৪৩ KHR। যার ভারতীয় মুদ্রার মূল্য প্রায় ৭২,০৬০ টাকা। যা ভারতের তুলনায় ৫,৬৪০ টাকা কম।
মালাওয়ি
পূর্ব আফ্রিকার এই দেশেও ভালোই কম রয়েছে সোনার মূল্য (Gold)। এখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১,৪৮২,৬৬০.৭০ এমডব্লিউকে। যার ভারতীয় মূল্য প্রায় ৭২,০৩০ টাকা। ১২ই অক্টোবরের মূল্য অনুযায়ী ভারতের তুলনায় প্রতি ১০ গ্রামে ৫,৬৭০ টাকা কম এই দেশের সোনার দাম।