Cyber Crime Awareness: এখন দেশ ডিজিটাল হচ্ছে ফলে বেশিরভাগ কাজই মেটাতে হচ্ছে অনলাইনে। ফলে ক্রমাগত সাইবার ক্রাইম বা অনলাইন প্রতারণার অভিযোগ উঠছে। বিভিন্ন রকম প্রলোভনের টোপ দিয়ে সর্বশান্ত করছে প্রতারকরা। সব কিছুতেই সাবধান করছে ভারতের সাইবার ক্রাইম অথরিটি। আর এই সমস্ত অনলাইন প্রতারণা থেকে বাঁচতে গুগল বর্তে দিয়েছে ৫টি উপায়!
১. ডিপফেক
AI ব্যবহার করে ভুঁয়ো ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে একদল প্রতারক। সম্প্রতি সাইবার ক্রাইমের (Cyber Crime Awareness) মধ্যে ডিপ ফেক ও ভিডিও কলিংয়ের মত সমস্যা সাধারণ হয়ে উঠেছে। এতে বিশেষত কেনো নামি ব্যক্তিত্বকে লক্ষ করে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য রাখছে প্রতারকরা। গুগল বলছে কোনো ভিডিওতে নাক, চোখ এবং হাত-পা নারানোতে অস্বাভাবিক কিছু নজরে এলেই সাবধান হতে হবে।
২. ক্রিপটো স্কিম:
ক্রিপটো কারেন্সি বা ডিজিটাল অনেক টাকা পাওয়ার প্রতিশ্রুতিতে আর এগোবেন না। অল্প বিনিয়োগে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনে পা দেবেন না। গুগল অনলাইন ক্রিপটো কারেন্সি কেনা বা বিক্রি করার কোনো পোস্টে ক্লিক করতে নিষেধ করছে।
৩. ভুয়ো অ্যাপ
ডিজিটালাইজেশন বাড়ার পাশাপাশি ক্রমে বাড়ছে ভুয়ো অ্যাপের সংখ্যাও। ভুল করে যদি কোনো ভুয়ো অ্যাপ ইন্সটল করে ফেলেন তবে হবে বিপদ। তাই অ্যাপ ইন্সটল করার আগে তার উৎস যাচাই করে নিতে হবে। অনেক সময় একই নামের অনেক অ্যাপ থাকে। সেক্ষেত্রে সাইবার ক্রাইম (Cyber Crime Awareness) রিভিও পড়ে তবেই ইন্সটল করার কথা ভাবতে হবে।
আরো পড়ুন: প্রেমে প্রতারণা করেছে প্রেমিকা, তরুণ মাঝরাস্তায় ঘটালেন এই কীর্তি
৪. নকল ওয়েবসাইট
গুগল বলছে ওয়েবসাইটে গিয়ে যদি মোবাইল নাম্বার, ইমেল বা কাস্টমার কেয়ার নাম্বার না থাকে তবে বুঝতে হবে সাইটটি নকল। এছাড়াও ডোমেনের নাম দেখেও এর সত্যতা বিচার করা যায়। এছাড়া বানান ভুল এবং ইমোজির ব্যবহার দেখলে বুঝতে হবে সাইটটি নতুন।
৫. মাইক্রো ওয়েবপেজ
ছোট ছোট ওয়েবপেজ খুলে নানান রকম বিজ্ঞাপন দেওয়া হয়। এবার সেখান থেকেই ম্যাপ ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকলে তো হয়েই যেতো। গুগল সাইবার ফ্রড (Cyber Crime Awareness) এড়াতে যাবেন না। সেইসব সাইটে লগইন করতে নিষেধ করছে। এছাড়াও ঐসমস্ত সাইটে আধার বা কিউআর কোড স্ক্যান করতে কড়া ভাবে নিষেধ করেছে গুগল।