সাধারণ মানুষের সুবিধার্থে নানা প্রকল্প বাস্তবায়ন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যের প্রতিটি জেলার মানুষই মাননীয়ার এই নানান প্রকল্পে বেশ উপকৃত হচ্ছেন। যে প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapno)। আর সেই প্রকল্প থেকেই ট্যাবের জন্য টাকা ট্রান্সফার হতেই ৭ লক্ষ টাকা উধাও হলো পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে। অন্যদিকে সেই টাকা ট্রান্সফার হল প্রতারকদের অ্যাকাউন্টে। কি করে হলো এই অকর্ম?
প্রসঙ্গত চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব মেদিনীপুরের পড়ুয়াদের ট্যাব কেনার উদ্দেশ্যে টাকা ট্রান্সফার করে রাজ্য সরকার। মোট ৭৮ হাজার ছাত্র-ছাত্রীর অ্যাকাউন্টে ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapno) প্রকল্পের এই টাকা প্রদান করেন রাজ্যের মাননীয়া। স্কুল তরফেও ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার বিষয়ে। কিন্তু তারপরেই অ্যাকাউন্ট চেক করতে গিয়ে মাথায় হাত পড়ে ৭০ জন ছাত্র-ছাত্রীর।
পূর্ব মেদিনীপুর জেলার ৪টি স্কুলের মোট ৭০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে এই প্রকল্পের (Taruner Swapno) টাকা পায়নি বলে তারা জানায়। তারপরে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় অ্যাকাউন্টগুলি। আর তখনই দেখা যায় শিক্ষা পোর্টাল হ্যাক করেছে হ্যাকাররা। যেখানে ওই ৭০ জন পড়ুয়ার অ্যাকাউন্টের বদলে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়েছে প্রতারকরা। আর সেইসব অ্যাকাউন্টেই ঢুকেছে সেই ৭০ জন পড়ুয়ার ট্যাবের জন্য মোট ৭ লক্ষ টাকা।
আরো পড়ুন: জনরোষের মুখে প্রধানমন্ত্রী আবাস যোজনা! হঠাৎই তালিকা থেকে বাদ ৩. ৫ লক্ষ নাম
তাহলে কি সরকারি গাফিলতি? সরকারের অসাবধানতার জন্যই কি সত্তর জন পড়ুয়ার টাকা উধাও হল? তবে এই প্রকল্পের সাথে জড়িত শিক্ষকদের উক্তি, অত জন ছাত্র-ছাত্রীর টাকা ট্রান্সফারের সময় পোর্টালে ঢুকে প্রত্যেকের অ্যাকাউন্ট নম্বর, নাম মিলিয়ে দেখা সম্ভব ছিল না। এছাড়াও তারা এও বলেন যে অ্যাকাউন্টের বিস্তারিত না মিললে সরকার তরফে টাকা ট্রান্সফার হয় না।
তবে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র জানান এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সরকারকেও জানানো হয়েছে। যা শুনে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করে দিয়েছে রাজ্য সরকার। অপরদিকে সেই হ্যাকারদের অ্যাকাউন্টও ব্লক করে দিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প থেকে (Taruner Swapno) ট্যাব কেনার টাকা না পেয়ে ভয়ংকর দুশ্চিন্তায় ৭০ জন পূর্ব মেদিনীপুর পড়ুয়ারা।