Reserve Bank of India: উধাও ৮৫০ কোটি ডলার, বছরের শুরুতেই বড় ঝটকা ভারতীয় রিজার্ভ ব্যাংকে

Reserve Bank of India: শুরু হয়েছে নতুন বছর। এরই মাঝে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় অর্থনীতি সম্পর্কে নতুন তথ্য দিলো। জানা যাচ্ছে টাকার মূল্যের হ্রাস রোধ করতে ৯.২৮ বিলিয়ন ডলারের অক্টোবর স্পট বিক্রয় করেছে বৈদেশিক বাজারে। যার পর দেশের নেট আউটস্ট্যান্ডিং ফরোয়ার্ড বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯.১৮ বিলিয়ন ডলার। যা গত সেপ্টেম্বরে ছিল মাত্র ১৪.৫৮ বিলিয়ন ডলার।অর্থাৎ প্রায় ৩৬ বিলিয়ন ডলার বিক্রয় করেছে ভারত। জানা যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) অক্টোবর মাসে কিনেছে ২৭.৫ বিলিয়ন ডলার এবং বিক্রয় করে দিয়েছে ৩৬.৭৮ বিলিয়ন ডলার। গত বছরের সেপ্টেম্বরে আমাদের দেশ ভারত স্পট মার্কেটে ৯৬৪ কোটি ডলারের নিট কিনেছিল। এর মধ্যে শুক্রবার টাকার দাম সর্বনিম্ন ৮৫.৮১ টাকা প্রতি ডলারে নেমে যায়। যার প্রভাব পড়ছে ভারতের বিদেশী মুদ্রা ভাণ্ডারে। ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা হারিয়েছে RBI এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

জানা গেছে গত ২০শে ডিসেম্বর পর্যন্ত ভারতের রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) থেকে খোয়া গিয়েছে ৮৫০ কোটি ডলার। ফলে বর্তমানে ভারতের বিদেশী মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি ডলার। গত শুক্রবারে প্রকাশিত RBI তথ্য অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ সপ্তাহ ধরে কমে নেমেছে ৬৪৪.৩৯ বিলিয়ন ডলারে। এর আগের সপ্তাহের তুলনায় এই পরিমাণ কমেছে এক ধাক্কায় ৮৪৮ কোটি ডলার। এর আগের রিপোর্টিং উইকে রিজার্ভ এক ধাক্কায় ২ ডলার কমে গিয়ে হয়েছে ৬৫২.৮ বিলিয়ন ডলার।

সাধারণত রিজার্ভ ব্যাঙ্কের তরফে তখনই ডলার বিক্রি করা হয় যখন বিশ্ব বাজারে অতিরিক্ত অস্থিরতা বা চাপ সৃষ্টি হয়। তবে শুক্রবার মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য এক ধাক্কায় ৫৩ পয়সা কমে সর্বনিম্ন রেকর্ড কমে দাঁড়ায় ৮৫.৭৯ টাকা। যা ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এখনও পর্যন্ত হওয়া এক দিনের হিসেবে সব চেয়ে বড় পতন।

আরো পড়ুন: নতুন বছরেই সুখবর, ডিএ বেড়ে হবে ৫৭ শতাংশ

একাধিক অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের মতে টাকার দামের এরকম হ্রাস এখনও শেষ হয়নি। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধি করা এবং মূল্যস্ফীতির নতুন নীতি গ্রহণের হুমকি দেওয়ায় এর প্রভাবে ২০২৫ সালে অনিশ্চয়তা আরও বাড়বে বলে চিন্তা বাড়াচ্ছে। ফলে এখনই ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) চাপ কমছেনা বলে মনে করা হচ্ছে। ডিসেম্বরের ভারতীয় বন্ড এবং ইক্যুইটি ২৯,২৪০ কোটি টাকার পতন দেখেছে। আবার নভেম্বরেই ভারতীয় বাজার থেকে ২১,৪৪৪ কোটি টাকা তুলে নিয়েছে FPI-গুলো।

এদিকে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তথ্য অনুযায়ী ২০শে ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার সম্পদ কমে দাঁড়িয়েছে ৫৫৬.৫৬ বিলিয়ন ডলার। যা ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-আমেরিকান মুদ্রার মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাব হিসেবে ধরা হচ্ছে। সেই জন্যই সপ্তাহ জুড়ে দেশের মজুত সোনার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬০.৭৩ মিলিয়ন ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *