Ind vs Eng Test: দুর্দান্ত এক মানসিক লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ ড্র

Ind vs Eng Test: দুর্দান্ত এক মানসিক লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় হারা চতুর্থ টেস্ট ম্যাচ ড্র করে ভারত। সিরিজে ভারত এখনও ১-২ এ পিছিয়ে আছে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ওভালে। যেখানে ভারতের চেষ্টা থাকবে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো।

ম্যাচের সারসংক্ষেপ (Ind vs Eng Test)

চতুর্থ টেস্টে (Ind vs Eng Test) ভারতের প্রথম ইনিংসের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রান করে। তাই ১৫০ ওভারের বেশি হাতে নিয়ে ৩১১ রানের বড় লিড নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। অর্থাৎ ভারতের সামনে তখন ইনিংস হারের ভ্রুকুটি কিম্বা ম্যাচের বাকি সময় পিচ কামড়ে পড়ে থাকতে হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ক্রিস ওকসের বলে ০ / ২‑তে পিছিয়ে পড়ে ভারত। শুন্য রানে সাজঘরে ফেরে জাসওয়াল এবং সাই সুদর্শন।

তবে সেখান থেকেই শুরু হয় লড়াই। দিনের বাকি দুটো সেশনে নিরবিচ্ছিন্ন জুটিতে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন শুভমান গিল (৭৮) ও কে এল রাহুল (৮৭)। পঞ্চম দিনের খেলার শুরুতেই ৯০ রানে কে এল রাহুল আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন শুভমান গিল (১০৩)। এক সময় ৮৮ ওভারে ২২২ সালে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ভারত। কিন্তু সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ২০৩ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচ ড্র করার দিকে নিয়ে যায়। ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা (১০৭) এবং ওয়াশিংটন সুন্দর (১০১) দুজনেই শতক হাকান। গোটা দ্বিতীয় ইনিংসে ভারত প্রায় ১৪৩ ওভার ব্যাট করে।

শেষ মুহূর্তে উত্তেজনা ও বিতর্ক

চতুর্থ টেস্টে (Ind vs Eng Test) ৫ম দিনের শেষ সেশন চলাকালীন, স্টোকস রবীন্দ্র জাদেজাকে ড্র অফার করেন ও করমর্দন করতে চান, কিন্তু ভারত তাতে বিরত থাকে কারণ জাডেজা (৮৯) ও সুন্দর (৮০) দুজনেই তখন শতকের কাছাকাছি ছিলেন। জাডেজা ও সুন্দর এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে (স্পষ্টতই ‘হ্যান্ডশেক গেট’) বিতর্ক বাঁধে, যা প্রাতিষ্ঠানিক ক্রিকেট নীতির বাইরে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও পরবর্তীতে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞদের ভারতের পক্ষ নিয়েই কয়হা বলতে শোনা গিয়েছে।

তবে কেউ কেউ এই ঘটনার বিরুদ্ধে প্রচণ্ড প্রতিক্রিয়া জানান। যেমন দলের এমন ব্যবহার ‘স্পয়েল্ড কিডের মতো’ বর্ণনা করেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন বলেন ভারত পার্সনাল ইনসেন্টিভে খেলা চালিয়ে গেছে, যা আচার‑নৈতিকতার প্রশ্নে নিয়ে এসেছে। তবে অস্ট্রেলীয় মিডিয়া ইংল্যান্ডকে ছিঁড়ে খেয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ইংল্যান্ডের আচরণ ছিল ‘হাইপারাক্সিক্যাল’ ও অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ামূলক। তবে অস্ট্রেলিয়ান মিডিয়ার এমন আচরণের কারণ যে ভারতপ্রীতি নয় বরং আসন্ন অ্যাসেজের আগে ইংল্যান্ডকে চাপে রাখা তা বোঝাই যায়।

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য টেস্ট ক্রিকেটে যেসব নতুন নিয়ম চালু হল

আসন্ন শেষ টেস্ট

ফলত সিরিজে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২–১ তে; তবে ভারতের ম্যাচের শেষ দিনে আত্মবিশ্বাসময় লড়াই সিরিজের ‘মেনস ফিলিং’ তৈরি করেছে। কোচ গৌতম গম্ভীর ম্যাচের একই আত্মবিশ্বাস ব্যক্ত করেন, জানিয়েছেন এটি দলে ইতিবাচক মনোভাব জাগিয়েছে এবং ভরসা বাড়িয়েছে। ফাইনাল টেস্ট ৩১শে জুলাই থেকে ৪ঠা আগস্ট ওভালে, লন্ডনে অনুষ্ঠিত হবে।

পর্যালোচনা

ভারত চতুর্থ টেস্টে (Ind vs Eng Test) আত্মবিশ্বাস, ধৈর্য ও মানসিক দৃঢ়তার অসাধারণ এক উদাহরণ দেখিয়েছে। শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর তাঁদের শতক, কে এল রাহুলের ড্যাডি ফিফটি ও হার না মানা পারফরম্যান্স যে জয়বোধ তৈরি করে দিয়েছে, তা ম্যাচ ড্র নয় মনস্তাত্তিক ভাবে এক ধরনের জয়ের সমান। ইনিংস পরাজয়ের সম্ভাবনা থেকে ফিরে আসা এই ড্র ভারতকে ওভালে জিতে সিরিজ ড্র করার সুযোগ এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *