Operation Sindoor: পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রত্যুতরে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায়। সেই প্রসঙ্গে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে উত্তর দিতে গিয়ে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ মন্ত্যব্য করেন। সেখানে পাকিস্তানের সাথে যুদ্ধ বিরতি থেকে শুরু করে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন, এমনকি বিরোধী দল কংগ্রেসকে আক্রমন করতেও ছাড়েননি।
১. “সিন্দুর থেকে সিন্ধু পর্যন্ত, পাকিস্তান শাস্তি পেল”
প্রধানমন্ত্রী মোদি বলেন, “From Sindoor to Sindhu, we struck Pakistan”, অর্থাৎ ‘Operation Sindoor’ থেকে ‘Sindhu’ পর্যন্ত পাকিস্তানকে ব্যাপকভাবে মোকাবিলা করা হয়েছে।
২. ২২ মিনিটে প্রতিশোধ নেওয়া
প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে ৬‑৭ মে রাতে ভারত পরিকল্পিতভাবে কঠোর ও নির্ভুলতার সঙ্গে পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাটি গুলিতে আক্রমণ চালিয়ে ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার প্রতিশোধ ২২ মিনিটের মধ্যে নেয়া হয়।
৩. সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া
মোদি স্পষ্ট করেন, অপারেশন পরিচালনায় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিলো। কোথায় কখন কীভাবে আক্রম করা হবে তা তারা নিজেরাই নির্ধারণ করেছে।
৪. আন্তর্জাতিক কোনো চাপ নেই
তিনি বলেন, “No world leader asked India to stop the operation”—একইসঙ্গে জানানো হয় যে, পাকিস্তানি DGMO নিজেই ভারতের কাছে ফোন করে যুদ্ধ বিরতি করতে চেয়েছে।
আরও পড়ুন: ভারতীয় রেলে রয়েছে বিভিন্ন ধরনের কোচ, কোনটিতে কেমন সুবিধা
৫. নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে দমন
মোদী দৃঢ়ভাবে বলেন “nuclear blackmail will not work”। তিনি বলেন ভারত নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছে। কোন রকম আন্তর্জাতিক চাপ কিংবা পরমাণু হুমকি ভারতের কর্মকাণ্ডকে বাধা দিতে পারবে না।
৬. কংগ্রেসকে কঠোর সমালোচনা
তিনি বলেন, “While the world stood with India, the Congress did not.” অর্থাৎ তিনি ঘুরিয়ে দেশের বিরোধী দলকে পাকিস্তানি প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে দোষারোপ করেন।