Backward Classes Welfare Department: পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাজ্যের মধ্যমিক পাশের ছেলে মেয়েদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গের মানুষ হলেই করতে পারবেন আবেদন। রইলো বিশদে।
দপ্তর:
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ (Backward Classes Welfare Department)
কর্মস্থল:
সেন্ট বয়েজ সেন্ট্রাল হস্টেল
পদের নাম:
সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, কুক, হেলপার, দারোয়ান এবং কর্মবন্ধু পদে কর্মী নিয়োগ হবে।
কাজের বিবরণ:
সাপোর্ট স্টাফ
কর্মস্থল:
পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে (Backward Classes Welfare Department) মালদাতে পোস্টিং হবে।
শূন্যপদের সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী ০৫-টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১. সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য কর্মীদের গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
২. কেয়ারটেকার পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।
৩. কুক পদে আবেদনের জন্য আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
৪. হেল্পার পদে আবেদনের জন্যও প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
৫. দারোয়ান কাম নাইট গার্ড পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৬. কর্ম বন্ধু পদে আবেদন করার জন্যও অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বয়সসীমা:
পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে (Backward Classes Welfare Department) উপরোক্ত পদে আবেদনের জন্য ১লা জানুয়ারি ২০২৩-এর হিসেবে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য বয়সের ছাড় থাকবে।
আরো পড়ুন: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করলো বেনারস হিন্দু কলেজ
বেতন:
উপরোক্ত পদ গুলিতে নির্বাচিত প্রার্থীদের ৫০০০ থেকে ১৫০০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।প্রতিটি পদের বেতন সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখতে হবে।
পরীক্ষা পদ্ধতি:
সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার পদে নিয়োগের জন্য ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর হবে ২৫ নাম্বারের ইন্টারভিউ। এছাড়া অন্য পদগুলির জন্য ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি:
উপরোক্ত পদে আবেদনের জন্য অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নির্ভুল ভাবে সেটি পূরন করে জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। আবেদনপত্র পোস্টের মাধ্যমেও পাঠানো যাবে।
আবেদনের শেষ তারিখ:
এই সমস্ত পদে আবেদনের শেষ তারিখ হলো ১২/১২/২৪