Malda Land Revenue Recruitment: ভূমি দপ্তরে মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ মালদায়

Malda Land Revenue Recruitment: চাকরির খরা পরিস্থিতি পশ্চিমবঙ্গের উপর জাঁকিয়ে বসেছে। শিক্ষিত এবং যোগ্য হয়েও বেকারত্ব কাল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের একাধিক তরুণ-তরুণীদের। তবে এর মধ্যে সুখবর দিলো রাজ্যের ভূমি দপ্তর। এতে পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরাই আবেদন করতে পারবেন। এই চাকরিতে আবেদন করার জন্য সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।

নিয়োগ সংস্থা:

মালদা ভূমি দপ্তর (Malda Land Revenue Recruitment)

পদের নাম:

গ্রুপ সি

শূন্যপদের সংখ্যা:

মালদা ভূমি দপ্তরের (Malda Land Revenue Recruitment) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট শূন্যপদ সংখ্যার উল্লেখ নেই।

মাসিক বেতন:

যোগ্য নির্বাচিত প্রার্থীরা ১০০০০ টাকা মাসিক বেতন পাবেন।

আবেদন মাধ্যম:

অফলাইন

শিক্ষাগত যোগ্যতা:

মালদা ভূমি দপ্তরের (Malda Land Revenue Recruitment) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে এই গ্রুপ সি পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকারি ভাবে রেজিস্টার্ড বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা:

উপরে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে ৬৪ বছর।

আবেদন পদ্ধতি:

মালদা ভূমি দপ্তরে (Malda Land Revenue Recruitment) আবেদনের জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে পূরন করার পর প্রয়োজনীয় নথি সহ জেরক্স করে আবেদন পত্রের সাথে খামে ভরে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরো পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ, কেরিয়ার শুরুর সুযোগ

আবেদনপত্র জমা করার ঠিকানা:

মালদা ADM (Genl) রাজস্ব আদায়ক অফিস, মালদা

সময়সীমা:

উপরে উল্লিখিত পোস্টে আবেদনের জন্য ২৩/১২/২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় নথি:

শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, জন্মের নথি, আধার বা ভোটার কার্ড।

নির্বাচন পত্রিয়া:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমি দপ্তরের (Malda Land Revenue Recruitment) গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *