Big Bazaar: স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় খবর, সব শহরেই তৈরি হতে চলেছে বিগ বাজার

Big Bazaar: রাজ্যের মানুষের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আবারও রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের প্রতিটি বড় শহরে তৈরি করা হবে বিগ বাজার। আর সেখানেই বাধ্যতামূলক ভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য দুটি ফ্লোর বরাদ্দ রাখতে হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। তিনি জানান রাজ্যের প্রতিটি বড় শহরে সরকারের তরফে ফ্রিতে এক একর জমি দেওয়া হবে বিগ বাজার তৈরির জন্য। সেখানে দুটি ফ্লোর রাখতে হবে সেলফ হেল্ফ গ্রুপের জন্য। বাকিটা দোকান, কমিউনিটি হল এবং সিনেমা হলের জন্য থাকবে। এটার একটা টেন্ডার করে দিতেও বলেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানান এর জন্য সরকারকে আলাদা করে জমি অধিগ্রহণ করতে হবেনা। শিল্পের উন্নতির জন্য সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাংক থেকেই দেওয়া হবে জমি। বলে রাখা ভালো স্বনির্ভর গোষ্ঠীর উন্নতির নিরিখে সারা দেশের মধ্যে শীর্ষে স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গ। বর্তমানে রাজ্য জুড়ে মোট ১২ লক্ষ ১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এর সাথে জুড়ে বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছে প্রায় ১ কোটি ২১ লক্ষ পরিবার। আর এবার এইসব পরিবারের উন্নতির জন্য বিগ বাজারের (Big Bazaar) ঘোষণা করা হয়েছে।

গ্রামীণ জনগণের উন্নতিতে বাম আমল থেকে শুরু হয় স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন। পরে তৃণমূল সরকারের অধীনে আরও সমৃদ্ধ হয় এই গোষ্ঠীগুলোর উন্নতি। এবার এইসব গোষ্ঠীকে আরও আর্থিক ভাবে শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পের আওতায় গত শুক্রবারেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয় সরকারের তরফে। এবার আবারও স্বনির্ভর গোষ্ঠীগুলোর সহায়তায় রাজ্যের প্রতিটি বড় শহরে তৈরি হতে চলেছে বিগ বাজার (Big Bazaar)।

আরো পড়ুন: আর অজুহাত নয়, দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কড়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের

একই সাথে এদিন নবান্নে অনুষ্ঠিত হওয়া সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আলিপুর মিউজিয়ামের উল্টো দিকে একটি বড় ফাঁকা জায়গা রয়েছে। সেখানেই একটা বহুতল নির্মাণের কাজ চলছে। এর অর্ধেকটা লেদার হাবের জন্য দেওয়া হবে এবং অন্য অর্ধেক দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য। একই ভাবে শহরগুলির ফাঁকা জায়গায় বিগ বাজার (Big Bazaar) তৈরির কথা ভাবা হলে সহজেই বাংলার শিল্পের বেশ উন্নতি হবে।

সম্প্রতি শহর জুড়ে দুটি বড় বড় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এদিন এই প্রসঙ্গে বস্তবাসীকে সতর্ক করে বলেন যারা বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় বাস করেন তারা শীতের আগুন পোহানোর ক্ষেত্রে একটু সচেতন থাকুন। এই বিষয়ে রেলকেও সচেতন করেছেন তিনি। এদিন মাঝেরহাট ব্রিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন দুর্গাপুর ব্রিজের পাশে রেলের জমিতে বস্তি ছিল। রেলকে অনুরোধ করে বলেন তারাও যেনো এই বিষয়টি নজরে রাখেন। আগুন লেগে দুর্গাপুর ব্রিজের ক্ষতি হয়েছে। এর আগে মাঝের হাত ব্রিজ নিয়েও সাবধান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *