Government Bus: বাড়ছে সরকারি বাসের সংখ্যা, নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Government Bus: সরকারি বাসের হাল খতিয়ে দেখতে সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর রাস্তায় নামলেন। প্রতিদিনকার যাত্রী ভোগান্তি কমাতে সরকারি বাসের সংখ্যা সোমবার থেকেই বাড়ানো হচ্ছে বলে জানিয়ে দেন তিনি। এরপরেই নানান রকম প্রশ্ন উঠেছে পরিবহন দপ্তরে। কেউ কেউ তো এমন‌ও বলছেন যে, এতদিন পর পরিবহন দপ্তরের ঘুম ভাঙলো কীসে? গত ২রা জানুয়ারি নবান্নে একটি প্রশাসনিক বৈঠক হয়।

এই প্রশাসনিক বৈঠকে একাধিক আলোচনার সাথে সরকারি বাস (Government Bus) নিয়ে আলোচনা হয়। তখন সরকারি বাসের পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী স্বয়ং। মনে করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কড়া ভাষায় বক্তব্যের পরেই পরিবহন দপ্তরের ঘুম ভাঙলো। মাননীয় মুখ্যমন্ত্রীর সেই প্রশাসনিক বৈঠকে যাত্রীদের নিত্য ভোগান্তি সম্পর্কে কথা বলেন। একই সাথে মাননীয়া রাস্তায় বেরিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন।

তবে শুধু একা মুখ্যমন্ত্রী নন, দীর্ঘদিন ধরে রাজ্যের সাধারণ মানুষও সমাজমাধ্যমে সরকারি পরিবহন ব্যবস্থা ও সরকারি বাস (Government Bus) নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত সোমবার মাননীয়া মুখ্যমন্ত্রীর ধমক যেন সেই কাজকে আর‌ই বেশি ত্বরান্বিত করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কলকাতার গুরুত্বপূর্ণ রুটগুলিতে সরকারি বাসের বাস্তব পরিস্থিতি কী, ভিড় কীভাবে সামাল দিয়ে তারা যাত্রী তোলে এই পরিস্থিতি স্বচক্ষে খতিয়ে দেখতে পরিবহন দপ্তরের পরিবহন মন্ত্রী সোমবার রাস্তায় নামেন।

আরো পড়ুন: ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত, কি জানালো নবান্ন

পরিবহন মন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন নবান্নের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা‌ও। স্নেহাশীষ বাবু এই প্রসঙ্গে পরিস্কার বলেন, ”কলকাতা ও শহরতলিতে প্রতি দিন ৩৩০০ বাসের ট্রিপ চলে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত এক মাসে ট্রিপের সংখ্যা ৮০০-৯০০ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে, তা-ও যথেষ্ট নয়। আরও বাস (Government Bus) ও ট্রিপের সংখ্যা বাড়ানো দরকার। আমরা দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করব। সেই কারণেই আমরা শহরের ব্যস্ততম জায়গাগুলিতে ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি যে, কোন রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে।’’

প্রসঙ্গত যাত্রী ভোগান্তি যাতে কমানো যায় সেই কারণে সোমবার থেকে রাস্তায় সরকারি বাসের (Government Bus) সংখ্যা বাড়ানো হচ্ছে। এতদিন ৫৫০ টি বাস দিয়ে কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় ৩৩০০ টি ট্রিপ চালানো হত, এখন বাসের সংখ্যা বাড়ানোর পর সেই ট্রিপ সংখ্যা বেড়ে হয়েছে ৪১৯৮। নিউটন এলাকায় বাসের ট্রিপ আগে ছিল ১০৮, এখন হয়েছে ১৫৬। একইভাবে অন্যান্য এলাকাতেও বাসের ট্রিপ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *