BSNL: একটা সময় ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থাদের সাথে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে এই কোম্পানি তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে দ্রুত গতিতে। তবে খুব শীঘ্রই এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ পরিসেবা বন্ধ করে দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আগামী ১৫ই জানুয়ারী ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিএসএনএল (BSNL) আগামী ১৫ই জানুয়ারী ২০২৫ থেকে একটি পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেবে বলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। আসলে তারা তাদের ৩জি পরিষেবা বন্ধ করতে চলেছে। বেশ কতগুলি পর্যায়ক্রমে এই কাজ করা হবে। প্রাথমিকভাবে খগড়িয়া, বেগুসরাই, কাটিহার, মোতিহার ও মুঙ্গের জেলাতে বিএসএনএলের ৩জি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে পাটনা সহ অন্যান্য জেলাগুলিতে বন্ধ করে দেওয়া হবে বিএসএনএলের থ্রিজি পরিষেবা। এর প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে বিএসএনএল (BSNL) এর ব্যবহারকারীদের ওপর। কারণ এবার থেকে বিএসএনএলের ৩জি সিম ব্যবহারকারীরা ইন্টারনেট পরিষেবা পাবেন না, তারা শুধুমাত্র কলিং পরিষেবা পাবেন। যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য এই বিষয়টি বেশ ভালো।
তবে বিএসএনএল (BSNL) এর যে সমস্ত গ্রাহক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন ৩জি সিম বন্ধ হওয়ার পর তারা বিনামূল্যে ৪জি সিম পেয়ে যাবেন। পুরনো সিম গ্রাহক সেবা কেন্দ্রে জমা দিলেই বিএসএনএলের তরফ থেকে তাদের অফিস থেকে ব্যবহারকারীকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ৪জি সিম। এর ফলে ব্যবহারকারীদের আরো দ্রুত এবং উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলেই মনে করছে সংস্থা কর্তৃপক্ষ।
আরো পড়ুন: কর্মী সংকোচন করার পথে হাঁটছে BSNL, স্বেচ্ছাবসর হাজার হাজার কর্মীর
এই প্রসঙ্গে বিএসএনএল (BSNL) এর চিফ জেনারেল ম্যানেজার আর কে চৌধুরী বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় ৪জি নেটওয়ার্ক সম্পূর্ণ রূপে আপডেট করা হয়েছে এই কারণেই ৩জি পরিষেবা ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিএসএনএল আশা করছে এই ৪জি সিস্টেমের মাধ্যমে তারা গ্রাহককে উন্নত নেটওয়ার্ক ও পরিষেবা প্রদান করতে সক্ষম হবে।
কীভাবে বিএসএনএল (BSNL) এর নতুন সিম পাওয়া যাবে? এর জন্য প্রথমেই গ্রাহককে নিজের ফটো আইডি বা আধার কার্ড নিয়ে নিকটবর্তী বিএসএনএল এর সেন্টারে যেতে হবে। নিজের কাছে থাকা পুরোনো ৩জি সিম জমা দিতে হবে। বিনামূল্যে নতুন ৪জি সিম সংগ্রহ করতে হবে।