Chit Fund: অনেক মানুষ চিটফান্ডে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন। একটু বেশি মুনাফার লোভে নিজেদের কষ্টার্জিত ধন নানান চিটফান্ডে রেখেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। একটা সময় এই চিটফান্ডগুলো ডবল মুনাফা দিলেও কিছু সময় পর চিটফান্ড গুলি বন্ধ হয়ে যায় আর তারপর মানুষ তার কষ্টার্জিত ধন হারিয়ে ফেলেন, যে কারণে প্রচুর ক্ষয় ক্ষতি হয়। এইসব চিটফান্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছিল।
চিটফান্ড (Chit Fund) কোম্পানিগুলোর বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলার সময় চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে যে সকল গ্রাহকরা চিটফান্ডে টাকা রেখেছিল তাদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বেশ কিছু চিটফান্ড কোম্পানি ইতিমধ্যেই তাদের টাকা ফেরত দিতে শুরু করে দিয়েছে এবং বর্তমানে অনেকেই টাকা ফেরত দিচ্ছে। চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য কী কী কাজ করতে হবে? কোন কোন ডকুমেন্ট লাগবে এই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
চলুন জেনে নেওয়া যাক চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য কী কী কাজ করতে হবে? কোন কোন ডকুমেন্ট লাগবে আর কীভাবে জানবেন আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা? প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন চিটফান্ডের (Chit Fund) টাকা ফেরত দেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে?
- Rose Valley
- MPS GROUP OF COMPANIES
- PAILAN GROUP OF COMPANIES
- VIBGYOR GROUP OF COMPANIES
- WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES
- ALCHEMIST GROUP OF COMPANIES
আরো পড়ুন: ফিক্সড ডিপোজিট থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প, বাজেটে কী বললেন অর্থমন্ত্রী?
চিটফান্ডের (Chit Fund) টাকা পাওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, চিটফান্ড সার্টিফিকেট, চিট ফান্ডের রিসিভ কপি ইত্যাদি জমা দিতে হবে টাকা পাওয়ার জন্য। আপনারা যে সকল চিট ফান্ডে আবেদন করেছিলাম সে সব চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে কোনরকম সুদ ফেরত দেওয়া হচ্ছে না। চিটফান্ডে জমা করা আসল টাকা ফেরত দেওয়া হচ্ছে।
চিটফান্ডের (Chit Fund) টাকা ফেরত পাওয়ার জন্য নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, তাহলেই আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। নীচে সব কোম্পানি গুলোর লিঙ্ক দেওয়া হল যা থেকে আপনারা জানতে পারবেন আপনাদের নাম লিস্টে রয়েছে কিনা!
- Rose Valley
- MPS GROUP OF COMPANIES
- PAILAN GROUP OF COMPANIES
- VIBGYOR GROUP OF COMPANIES
- WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES
- ALCHEMIST GROUP OF COMPANIES