ISRO: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার নিত্য নতুন গবেষণার জন্য রীতিমত বিখ্যাত। সম্প্রতি ইসরো তার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলো। কিছুদিন আগেও চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন এস সোমনাথ। বর্তমানে এস সোমনাথের জায়গায় আসবেন নতুন চেয়ারম্যান। এস সোমনাথের পদের দায়িত্ব নেবেন ভি নারায়ণন। ইসরোর পাশাপাশি তিনি ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিব।
আগামী ১৩ ই জানুয়ারি অবধি (ISRO) চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন এস সোমনাথ। ১৪ই জানুয়ারি তার দায়িত্ব শেষ হবে এবং সেই দায়িত্ব বুঝে নেবেন নারায়ণন। মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভি নারায়ণনের। মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী দু’বছর এই দায়িত্ব সামলাবেন তিনি।
ভি নারায়ণন দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী হিসেবেই পরিচিত। বর্তমানে তিনি লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে রয়েছেন। ১৯৮৪ সালে তিনি ইসরোতে (ISRO) যোগ দেন। রকেট মহাকাশযান পরিচালনায় তার ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। মহাকাশযান উৎক্ষেপণ করার জন্য প্রয়োজন হয় ক্রায়োটিক ইঞ্জিন। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ইঞ্জিন তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিজ্ঞানী ভি নারায়ণন।
আরো পড়ুন: দেশ জুড়ে রমরমিয়ে চলছিল ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকায় কলকাতার প্রতিষ্ঠানও
ভি নারায়ণন রকেট ও স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ। ইসরোর (ISRO) গগনযান প্রজেক্টের সাথেও যুক্ত আছেন ভি নারায়ণন। ইসরোর প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো আপ্লুত হয়ে উঠেছেন তিনি নিজেও। এই প্রসঙ্গে ভি নারায়ণন বলেন, ‘আমাদের কাছে ভারতের মহাকাশ গবেষণার স্পষ্ট রোডম্যাপ রয়েছে। দুর্দান্ত সব প্রতিভারা রয়েছে। আশা করছি ইসরোকে আমরা এক নয়া উচ্চতায় পৌঁছে দেব।’
প্রসঙ্গত উল্লেখ্য ভি নারায়ণনের জন্ম হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে স্কুল পাশ করবার পর খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর এখান থেকেই তিনি পরবর্তীতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেন। পি এইচ ডি শেষ করেই তিনি ইসরোতে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। অন্যদিকে ২০২২ সালের জানুয়ারি মাসে ইসরোর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এস সোমনাথ, তার নেতৃত্বে পৃথিবীর প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে। তবে ২০২৫ এ ইসরোর (ISRO)
যে সকল গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ পরিকল্পনার দায়িত্ব কাঁধে তুলে নেবে ভি নারায়ণন।