Makar Sankranti: জীবনে উন্নতি আনতে মকর সংক্রান্তির দিনে করুন এই দশটি কাজ

Makar Sankranti: আগামী ১৪ই জানুয়ারি মঙ্গলবার হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মকর সংক্রান্তি উদযাপন করা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটিকে খুব পবিত্র ধরা হয়। এই দিনে গঙ্গাস্নান করার নিয়ম রয়েছে। এছাড়া জ্যোতিষ মতে এই দিনে বেশ কিছু নিয়ম পালন করার রীতি রয়েছে। যা সৌভাগ্যকে নিমন্ত্রণ করে। যে বা যাঁরা নতুন বছরে নিজেদের ভাগ্যে পরিবর্তন আনতে চাইছেন তাদের জন্য রইলো দশটি অব্যর্থ টোটকা।

১. মকর সংক্রান্তির (Makar Sankranti) সকালে গঙ্গা স্নান করে সূর্যদেবকে স্মরণ করলে ভাগ্যের পরিবর্তন আসে। গঙ্গা স্নান সম্ভব না হলে যেকোনো জলাশয়ে স্নান করলে চলবে।

২. মকর সংক্রান্তির দিন তামার ঘটিতে সুর্যদেবকে লাল ফুল, কুমকুম বা লাল চন্দন এবং আতপ চল দিয়ে জল নিবেদন করলে উপকৃত হবেন।

৩. মকর সংক্রান্তিতে (Makar Sankranti) একটা রুটিতে ঘি দিয়ে তাতে সামান্য গুড় মাখিয়ে গোরুকে খাওয়ালে উপকার মিলবে।

৪. এই দিনে দান ধ্যান করা খুবই শুভ। তাই প্রথা মেনে কম্বল, গুড়, তিল বা লাল বস্ত্র দান করলে ভাগ্যদেবের আশির্বাদ মেলে।

৫. মকর সংক্রান্তির দিন বাড়ির দরজার সামনে আজকের দিনে নোংরা রাখা যাবেনা। আগের দিন বাড়ির সমস্ত নোংরা পরিষ্কার করে ফেলতে হবে।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার মূল কেন্দ্রবিন্দু কপিল মুনির আশ্রম, কে এই কপিল মুনি

৬. এই দিন বাড়ির সমস্ত দেবদেবীকে নতুন বস্ত্র পড়াতে হবে। এটিকে খুব শুভ ধরা হয়।

৭. এইদিন বাড়িতে আসা কোনো মানুষকে খালি হতে ফেরানো যাবেনা। অন্যথায় এটি বাজে প্রভাব ফেলতে পারে।

৮. মকর সংক্রান্তির দিন (Makar Sankranti) বাচ্চাদের ঘুড়ি উপহার দেওয়া শুভ বলে ধরা হয়। এদিন ঘুড়ি ওড়ানো শুভ লক্ষণ হিসেবে ধরা হয়।

৯. এইদিন বাড়িতে খিচুড়ি রান্না করে দান করা শুভ হিসেবে ধরা হয়।

১০. মকর সংক্রান্তির দিনে (Makar Sankranti) দূরে কোথাও যাত্রা করা অশুভ বলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *