HS Result: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আসতে চলেছে বড়সড় রদবদল

HS Result: মাধ্যমিক উচ্চমাধ্যমিক একজন শিক্ষার্থীর জীবনে অতি গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা। এবার থেকে পরীক্ষা ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের পাশাপাশি মার্কশিটেও কিছু বদল আসতে চলেছে। মূলত কারচুপি রুখতে সংসদ এইসব নতুন পথ অবলম্বন করেছে। আসুন জেনে নেওয়া যাক কি কি থাকবে এই নতুন সিস্টেমে?

গত বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Result) সার্টিফিকেটে ছিল বারকোড এবং কিউআর কোড । তবে এত কিছু সত্বেও বিভিন্ন জালিয়াতের খবর প্রকাশ্যে আসছিল। এমনকি এটাও শোনা গেছে যে, কোনো এক পরীক্ষার্থী জাল শংসাপত্র মারফত ভর্তি হয়েছিল কলকাতার এক নামকরা কলেজে। এমন জালিয়াতি আটকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংসদ তৎপর হয়ে উঠেছে।

এখন থেকে মার্কশিটে জালিয়াতি রুখতে বার কোড এবং কিউআর কোড এর পাশাপাশি ব্যবহৃত হবে ইউ ভি সিকিউরিটি থ্রেট কোড। এই নতুন পদ্ধতিতে তৈরি মার্কশিট জাল করা যেমন মুশকিল, তেমনি অতি সহজেই যেকোনো কারচুপি এর সাহায্যে ধরে ফেলা যাবে। মার্কশিট (HS Result) জাল করার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে অরাজকতা সৃষ্টি হতে পারে তা বন্ধ করতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক নয় মাধ্যমিকেও এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুন: রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি, তাও আবার শিক্ষক পদে

তবে কি এই ইউ বি সিকিউরিটি থ্রেট কোড? ভারতীয় টাকার জালিয়াতি বন্ধ করতে RBI তে এই প্রযুক্তি ব্যবহার করা হতো। তবে এখন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (HS Result) পরীক্ষাতে নতুন এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি মার্কশিটের ভেতরে উচ্চ মাধ্যমিকের সংসদের নাম লেখা থাকবে এবং শুধুমাত্র ইউ ভি লাইটের মাধ্যমে তা দেখা সম্ভব হলে জানা গেছে। 

আগে কিউআর কোড বার কোড স্ক্যান করলে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশনের নাম্বার দেখা যেত।তবে এখন এই নতুন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীর নাম, ঠিকানা, ছবি সব কম্পিউটারে পর্দায় ফুটে উঠবে। গতবছর থেকে প্রশ্নের জালিয়াতি রুখতে উচ্চমাধ্যমিকের প্রশ্নে সিরিয়াল নাম্বার ব্যবহার করা হতো।নতুন প্রযুক্তিতে এই  সুবিধে থাকবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *