Jio Recharge Plan: রিলায়েন্স টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় অফার দিয়ে চলেছে। তবে নতুন বছরের এই অফারে গ্রাহকদের জন্য থাকছে এক বিশেষ ধামাকা। আসুন জেনে নেওয়া যাক কি বিশেষত্ব থাকছে এই অফারে।
জিও (Jio Recharge Plan) হল দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা যা প্রতি বছরই গ্রাহকদের নতুন নতুন উপহার দেয়। এই অফারে গ্রাহকেরা পাবে এক বিশেষ পরিষেবা। সম্প্রতি মুকেশ আম্বানি তাদের কোম্পানির রিলায়েন্স জিও তে একটি নতুন অফার সংযোজন করেছে। যেখানে একদম বিনামূল্যে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত এই পরিষেবা ফ্রিতে পাওয়া যাবে। তবে গ্রাহকদের মানতে হবে বেশ কিছু বিশেষ শর্ত।
ব্রডব্যান্ড ব্যবহারকারী গ্রাহকরা সাধারণত এই সুযোগ পেতে চলেছেন। যেখানে তারা দু বছর পর্যন্ত ইউটিউব প্রিমিয়ামে সাবস্ক্রিপশন পাবে। গ্রাহকদের সুবিধের কথা মাথায় রেখে ইউটিউবের সাথে tie-up করেছে জিও। তবে এই অফার জিও ফাইবার (Jio Recharge Plan) এবং জিও এয়ার ফাইবারের গ্রাহকদের জন্য বৈধ হবে।
আসুন জেনে নেওয়া যাক গ্রাহকরা কিভাবে সুবিধা পাবে ?এক্ষেত্রে গ্রাহকদের প্রথমে একটি প্ল্যান choose করতে হবে। প্ল্যানটি কেনার পর মাই জিও (Jio Recharge Plan) একাউন্টে লগইন করতে হবে। এরপর অ্যাপ বা ওয়েবসাইটে ইউটিউব প্রিমিয়াম এ ক্লিক করতে হবে। এই নতুন অফারে ইউটিউবে আসা বিজ্ঞাপন বারবার দেখতে হবে না। সাবস্ক্রিপশন কেনার পর অফলাইন মোডেও ভিডিও দেখা যাবে এবং সাথে সাথে এড- ফ্রি কন্টেন্ট দেখা যাবে। অর্থাৎ উইদাউট ইন্টারনেট ভিডিও দেখতে পাওয়ার সুযোগ দিচ্ছে।
আরও পড়ুন: রতন টাটার প্রয়াণের পর টাটা গোষ্ঠীতে ধরল ফাটল
যারা জিও ফাইবার (Jio Recharge Plan) বা জিও এয়ার ফাইবার ব্যবহার করেন তারা ৮৮৮ টাকা, ১৪৯৯ টাকা,২৪৯ঌটাকা ও ৩৪৯৯ টাকার এই রিচার্জ প্ল্যান এর সাথে এই অফার পেতে পারেন এবং কোনরকম বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই নিশ্চিন্ত মনে ভিডিও উপভোগ করতে পারেন। এছাড়াও ভিডিও ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইউটিউব মিউজিক প্রিমিয়াম ও বিনামূল্যে পাওয়া যাবে।
ভারতে ইউটিউব প্রিমিয়ামের দাম ১৬৯ টাকা থেকে শুরু। বার্ষিক প্লানের দাম ১৪৯০ টাকা। এই ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই জিও এর তরফ থেকে এই সাশ্রয়ী অফার চালু করা হয়েছে। এ ক্ষেত্রে গ্রাহকরা ২৯৮০ টাকার সুবিধা বিনামূল্যে পাবেন। জিও ফাইবার ও জিও এআর ফাইবারের গ্রাহকেরা ১১ই জানুয়ারি ২০২৫ থেকে এই সুবিধা পেতে চলেছে।