East-West Metro: এবার মাত্র ১১ মিনিটে পৌছে যান হাওড়া থেকে শিয়ালদহ

East-West Metro: রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো শিয়ালদহ এবং হাওড়া। সড়কপথে এই দুটি জায়গায় যেতে বেশ খানিকটা সময় লাগে, কিন্তু মেট্রোর পরিবহন ব্যবস্থার কারণে মাত্র ১১ মিনিটেই পৌঁছানো যাবে। অপেক্ষা করতে হবে না বেশিদিন খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে এই জায়গার। কলকাতা মেট্রো গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালিয়ে অনেকদিন আগেই নদীর স্থাপন করেছে। এবার তাদের মুকুটে জুড়তে চলেছে এক নয়াপালক। শিয়ালদহ থেকে মেট্রো পথে হাওড়া ময়দান জুড়ে গেলে রাজ্যের তো বটেই, দেশের দুই অতি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ১১ মিনিট।

কলকাতার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)। সহজ ভাষায় বলা জলে যেন গোটা শহরটার চিত্রই বদলে দিয়েছে মেট্রো। শহরের যেকোন প্রান্তে পৌঁছানো এখন আগের থেকে অনেক বেশি সহজ হয়েছে। তৈরি করা হচ্ছে একটি নতুন করিডর, নতুন করিডরে অত্যাধুনিক কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং সিস্টেম রাখা হচ্ছে। মেট্রো সূত্রে জানা গেছে যে, ফেব্রুয়ারি থেকে এই সিগন্যালিং নিয়েই শেষ মুহূর্তের কাজ হবে।

টানা দেড় মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) পরিষেবা বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই কাজের জন্যই। মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-সম্পূর্ণ রুটেই মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: চরম ভোগান্তিতে পড়বে নিত্যযাত্রীরা, মেট্রো পরিষেবা বন্ধ থাকবে টানা ৪৫ দিন

অত্যাধুনিক প্রযুক্তির যুগে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে (East-West Metro) প্রথমবার ব্যবহার করা হচ্ছে সিবিটিসি সিগন্যালিং সিস্টেম। সর্বোচ্চ সেফ্টি স্ট্যান্ডার্ডের সঙ্গে অটোমেটেড ট্রেন অপারেশনই এই সিগন্যালিং সিস্টেমের বিশেষত্ব। বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন যে, এই ব্যবস্থা যদি বাস্তবায়িত করা যায়, তাহলে মহানগরীর পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব আসবে।

নিত্যযাত্রীরা পেতে চলেছে দুর্দান্ত সুযোগ। শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন অবধি প্রতি ৫০ সেকেন্ডে একটা করে বাতানুকূল বাস চললে যে সুবিধা যাত্রীরা পেত ঠিক একই সুবিধা পাবে এই মেট্রোর কারণে। মেট্র সূত্রে জানা গেছে যে, শিয়ালদহ-হাওড়া মেট্রো চালু হলে পরিবহন ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হবে। হাজার হাজার যাত্রীর কাছে শিয়ালদহ থেকে হাওড়ার দূরত্ব হবে মাত্র ১১ মিনিট। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্যে গ্রিন লাইনে এখন দু’টি সেকশন। গ্রিন লাইন-১, যা সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি। গ্রিন লাইন-২, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি। একবার যদি শিয়ালদহ-হাওড়া ময়দানে মেট্রো চালু হয় তাহলে একটিই রুট হবে, যা গ্রিন লাইন। এই গ্রিন লাইন হবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *