Los Angeles Forest Fire: গত কয়েক দিন ধরেই ক্যালিফোর্নিয়ার অন্যতম শহর লস অ্যাঞ্জেলসে দাবানলের খবর সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তাঁর ভয়াবহতা ঠিক কতটা তা এখনও পর্যন্ত প্রায় সকলেরই জানা। একেরপর এক বাড়িঘর ছাইয়ে পরিণত হচ্ছে। এদিকে শহরের বিভিন্ন জায়গা থেকে মৃতের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে। মার্কিন প্রশাসনের আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে এই বিধ্বংসী দাবানলে। জানা যাচ্ছে মৃতদের পালিসেডস ফায়ার জোনে পাওয়া গেছে ৮ জনকে এবং বাকি ১৬ জনকে পাওয়া গেছে ইটন জোনে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলসের পশ্চিমদিকে দাবানল (Los Angeles Forest Fire) ছড়িয়ে পড়েছে ২৩ হাজার ৭১৩ একর জমিতে। ইটন ফায়ার জোনে সেই আগুন ছড়িয়েছে প্রায় ১৪ হাজার ১১৭ কিলোমিটার অঞ্চলে। যদিও শহরের উত্তরের দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে তবুও ভয় পুরোপুরি এখনও কাটছেনা। জানা যাচ্ছে শহরের আশেপাশে থাকা আরও দুটি দাবানলে ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে সম্পূর্ণ দাবানল কতদিনে নিয়ন্ত্রণ করা যাবে এই কথা জানা যায়নি।
লস অ্যাঞ্জেলসের এই ভয়ঙ্কর দাবানলের (Los Angeles Forest Fire) জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরো ২ লক্ষ মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দাবানলের আগুন যেভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে স্থানীয় প্রশাসনকে বেশ চিন্তায় ফেলে দিচ্ছে। যদিও স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর যথেষ্ট অগ্নিনির্বাপণ পরিকাঠামো না নিয়েই চলছে আগুন মোকাবিলার কাজ।
আরও পড়ুন: ভারত তালিবানের দ্বিপাক্ষিক বৈঠক, কীভাবে সম্ভব হল
অন্যদিকে গত এক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে এই লস অ্যাঞ্জেলসের দাবানল (Los Angeles Forest Fire)। ইতিমধ্যেই শহরের বাতাস যেনো ভারী হয়ে উঠেছে। ১২ হাজার বাড়ি পুড়ে গিয়েছে। ওই এলাকায় কাঠের বাড়ি নির্মাণ হওয়ায় দাবানলের কবলে ক্ষতি হয়েছে আরও বেশি। বাতাসের জন্য বেশি করে আরও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। এদিকে ছাইয়ের মধ্যে শিশা, আর্সেনিক, অ্যাসবেসটস সহ একাধিক ক্ষতিকারক পদার্থের উপস্থিতি থাকতে পারে বলে খবর।
এছাড়া শহরজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে (Los Angeles Forest Fire) বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। যার জন্য একাধিক চলচ্চিত্র এবং টিভি শুটিং বাতিল হয়েছে। সঙ্গে বাতিল হয়েছে একাধিক প্রিমিয়ার এবং প্রোগ্রাম। অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। স্থানীয় এক সূত্রে জানা যাচ্ছে এই দাবানলে এখনও পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেসে।