Oil India Recruitment: অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ

Oil India Recruitment: দেশে বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। তারই মধ্যে অয়েল ইন্ডিয়া নিয়ে এলো দারুণ এক চাকরির সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা থাকছে দুটি। সারা ভারত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে।

তবে আবেদনকারীদের (Oil India Recruitment) এই পদে আগে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতার নিরিখে প্রার্থী বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রার্থীদের প্রয়োজনীয় প্রমাণপত্রের পাশাপাশি কাজের অভিজ্ঞতার শংসাপত্রও থাকতে হবে।

আপনি যদি জিওলজি বিষয়টিতে পিএইচডি  করে থাকেন, তবে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে বয়সীমা থাকছে ৪৫ বছর।

আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক বিশ্বভারতীতে, আবেদনের শেষ তারিখ ২৩শে জানুয়ারি

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের কন্ট্রাকচুয়াল জিওলজিস্ট পদে কাজ করতে হবে। কোন লিখিত পরীক্ষা এক্ষেত্রে থাকবে না। সুতরাং, আপনি যদি অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Recruitment) চাকরি করার পরিকল্পনা করে থাকেন, এটি একটি ভালো সুযোগ হতে পারে।

সংস্থার পক্ষ থেকে ইন্টারভিউয়ের তারিখ ২৯শে জানুয়ারি নির্ধারিত করা হয়েছে। ঐদিন আবেদনকারীদের আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কাজের অভিজ্ঞতা শংসাপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। আরও অতিরিক্ত তথ্যের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের (Oil India Recruitment) অফিশিয়াল ওয়েবসাইট oil india.com এ আপনি ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *