গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে তার কর্মচারীদের জন্য বিরাট সুখবর দেওয়া হয়েছে। ভারতীয় ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশনের। যা ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এবং মহার্ঘ্য ভাতা এক ঝটকায় অনেকখানি বাড়িয়ে দিতে চলেছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি চাকুরীজীবিদের মুখে হাসির লেশ মাত্র নেই। কেন্দ্রে অষ্টম চললেও রাজ্যে এখনও জারি রয়েছে ষষ্ঠ বেতন কমিশন। তা ছাড়াও মিলছেনা মহার্ঘ্য ভাতার উপর বৃদ্ধি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
এদিন সমাজ মাধ্যমের একটি পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রে অষ্টম বেতন কমিশনের অনুমতি দিয়েছেন। যাতে ৪৯ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী মানুষেরা উপকৃত হবেন। সপ্তম বেতন কমিশনকে আপগ্রেড করে অষ্টম করা হবে। তবে এদিকে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনে আটকে রয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের পর দিন ঋণ বাড়িয়েই চলেছেন। তাই নতুন বেতন কমিশন তো দুর বকেয়া মহার্ঘ্য ভাতা দিতেও পারছেনা রাজ্য। যার জন্য কেন্দ্র ও রাজ্যের বেতনের কাঠামোয় এত তফাৎ।
বলে রাখা দরকার, বর্তমানে রাজ্যের কর্মচারীরা ১৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা এসে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। এতে আরো বাড়ছে রাজ্য ও কেন্দ্রের বেতনের তফাৎ। শেষ ২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়েছিল। এরপর কেটে গেছে এক বছরেরও বেশি সময়, এখনও রাজ্যের কর্মচারীদের কপালে শিকে ছেঁড়েনি।
আরও পড়ুন: সাফাইয়ের খরচ দিলেই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স, নতুন উদ্যোগ কলকাতা পুরসভার
এদিকে রাজ্যের মহার্ঘ্য ভাতা আন্দোলনকারীদের দাবি যা তাদের প্রাপ্য আরও ৩৯ শতাংশ মহার্ঘ্য ভাতা দিতে হবে রাজ্যকে। যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন তিনি তাঁর সিদ্ধান্তে স্থির থাকবেন। তিনি কেন্দ্রের মতো হারে মহার্ঘ্য ভাতা দিতে পারবেন না, অর্থাৎ তিনি বেতন দেবেন ষষ্ঠ বেতন কমিশন অনুসারেই। ১৯৭০ সালে বেতন কমিটি গঠন করা হয় প্রথম বারের জন্য। আর সেই জন্যই কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর ছিল তখন রাজ্য চতুর্থ বেতন কমিশন পেত।
এদিকে বৃহস্পতিবার ক্যাবিনেটে আলোচনা শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করার জন্য অষ্টম পে কমিশন বসবে। ২০২৫ সালে সকলের জন্য কবে কোথায় শুরু হবে সেদিকেই এখন নজর সকলের। তবে ঠিক কবে কোথায় এই অষ্টম বেতন কমিশন অনুষ্ঠিত হবে সেদিকেই নজর সকলের।