আমেরিকায় বাতিল জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের অধিকার, বড়সড় সিদ্ধান্ত নিল ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসার পর একের পর এক নির্বাহী অর্ডারে স্বাক্ষর করছে ডোনাল্ড ট্রাম্প। মোট ৭৮ টি আদেশে তিনি স্বাক্ষর করেছেন, যার মধ্যে প্রায়ই সব বাতিল ও প্রত্যাহার সংক্রান্ত। এবার হোয়াইট হাউজের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হল। 2025 সালের 20শে ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

প্রায় দেড়শ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করা শিশুরা মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন। তবে বদলে যেতে চলেছে আমেরিকার এই আইন। এবার থেকে মার্কিন মুলুকে আর জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার থাকবে না। ৪৭ তম প্রেসিডেন্ট হয়ে আসার পরেই একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। এবার বাতিল জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের অধিকার যা ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কি বলা হয়েছে নতুন নির্দেশিকায়? নির্দেশিকায় জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের অধিকার বাতিল নিয়ে বেশকিছু শর্তাবলীর উল্লেখ করা হয়েছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কোন শিশু জন্মায় এবং তার বাবা-মা যদি বৈধভাবেই আমেরিকায় গিয়ে থাকেন এবং তাদের মধ্যে কোনো একজন যদি সেখানকার স্থায়ী বাসিন্দা হন তাহলেও সেই শিশু নাগরিকত্ব পাওয়ার থেকে বঞ্চিত হবে। দ্বিতীয়ত, কোন অবৈধ অভিবাসী যদি সন্তান জন্ম দেয় তাহলে এখন থেকে সেই শিশু আর মার্কিন নাগরিকত্ব পাবে না। তৃতীয়ত, কোন ব্যক্তি যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় আমেরিকায় যান ও সেখানে সন্তানের জন্ম দেন, তাহলেও সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না।

আরও পড়ুন: মহাকুম্ভে ডুব দিয়ে জীবন দর্শন, হিন্দুধর্ম গ্রহণ করতে চান অ্যাপেল সংস্থার কর্মকর্তার স্ত্রী

ট্রাম্পের এহেন নয়া নির্দেশিকা ইতিমধ্যেই মার্কিন বাসীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্প এই জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের অধিকারকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে প্রায় 42% মার্কিন নাগরিকত্ব পাওয়ার অযোগ্য। রিপোর্ট অনুযায়ী  প্রায় 2 কোটি 90 হাজার ভারতীয় বংশোদ্ভূতরা মার্কিন নাগরিকত্ব হওয়ার যোগ্য ছিল। 

আমেরিকায় সর্বাধিক নাগরিকত্ব পাওয়ার পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় বংশোদ্ভূতরা। আর প্রথম স্থানে আছেন মেক্সিকানরা। নয়া নির্দেশিকা অনুযায়ী, যেসব ভারতীয়রা ১০০ প্লাস গ্রিন কার্ড ওয়েটিং লিস্টে আছে তাদের মার্কিন নাগরিকত্ব প্রদান করা হবে না। পরিসংখ্যান অনুযায়ী, গত 2022 সালে আমেরিকায় ৬৫ হাজার ৯৬০ জন ভারতীয় মার্কিন নাগরিকত্ব পান। ২০২৩ সালে ২ কোটি ৮ লাখ ৩৩০ জন নাগরিকত্ব পান। মেক্সিকান বংশধরদের মধ্যে প্রায় 19 কোটি মানুষ নাগরিকত্ব পেয়েছিলেন। চীনের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় ২ কোটি ২ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *