মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তথ্য প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ।
২০২৫ সালে মার্চ মাসের ৩রা তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা হল উচ্চমাধ্যমিক। এই পরীক্ষাই ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষাজীবনের লক্ষ্য নির্ধারণ করে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বিতরণের দিনক্ষণ জানিয়েছেন পর্ষদ। প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি রাজ্যের সর্বশেষ বার্ষিক নিয়মে হওয়া পরীক্ষা হতে চলেছে। কারণ এরপর থেকে সেমিস্টার সিস্টেম চালুর কথা ভাবছেন রাজ্য সরকার। ২০২৪ সালে মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা এই পদ্ধতিতে প্রথমবার পরীক্ষা দিতে পারবে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে। সকাল সাড়ে দশটা থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। স্কুলগুলিকে প্রথমে জেলাভিত্তিক রিজিওনাল অফিস থেকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তারপর পড়ুয়ারা স্কুলের নির্দেশ অনুযায়ী স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবে।
আরও পড়ুন: গোটা দেশে অষ্টম বেতন কমিশন, পশ্চিমবঙ্গ এখনও আটকে ষষ্ঠ বেতন কমিশনে
পর্ষদের নিয়ম অনুযায়ী, এবছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেয়া হবে ৩০শে জানুয়ারি থেকে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা অব্দি কার্ড বিতরণ করা হবে। পর্ষদের তরফ থেকে অ্যাডমিট বিতরণের জন্য একাধিক ক্যাম্প অফিস খোলা হয়েছে। যেখান থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। এরপর বিদ্যালয়ের নিয়ম মেনে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পাবে।
অ্যাডমিট কার্ডে যেকোনো ধরনের ভুল থাকলে তা স্কুল কর্তৃপক্ষকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে লিখিত দরখাস্ত জমা করে পর্ষদ কে জানাতে হবে। এক্ষেত্রে কোনো অনলাইন আবেদন গ্রাহ্য হবে না। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা ধরে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে দু’ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে।