২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনে দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। কারণ এই পরীক্ষাই ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষাজীবনের দিক নির্দেশ করে। প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষাটি সর্বশেষ বার্ষিক নিয়মে হওয়া পরীক্ষা হতে চলেছে। কারণ এরপর থেকে সেমিস্টার সিস্টেম চালুর কথা ভাবছেন রাজ্য সরকার। ২০২৪ সালের মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা সর্বপ্রথম এই নিয়মে পরীক্ষা দিতে চলেছে।
বিগত কয়েক বছর ধরেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানান দুর্নীতির অভিযোগ আসছিল সংসদের কাছে। এই দুর্নীতি রুখতেই পর্ষদের তরফ থেকে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হওয়া এড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এরই সাথে প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা হচ্ছে বাড়তি সর্তকতা। সূত্রের খবর অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি এবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও বাড়তি সর্তকতা গ্রহণ করছে পর্ষদ।
প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র খোলা হত প্রধান শিক্ষকের ঘরে। এবার থেকে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে সরাসরি পরীক্ষার্থীদের সামনে। আগের নিয়ম অনুযায়ী, প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলার পর সেই প্রশ্নপত্র বিতরণ করা হতো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ঘরে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা মূলতঃ এই কাজে বহাল থাকতেন।
আরও পড়ুন: কবে থেকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট? দিনক্ষণ ঘোষণা করল শিক্ষা সংসদ
এতদিন যাবত পরীক্ষা শুরুর আধঘন্টা আগে প্রশ্নপত্র খোলা হতো। যার ফলে দুর্নীতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছিল। অনেক সময় দেখা যেত, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। এই দুর্নীতি ঠেকাতেই নয়া পন্থা গ্রহণ করল কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা সিল করা প্রশ্নপত্র নিয়ে সরাসরি পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। এর ফলে প্রশ্নের গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। গত বছর থেকে দুর্নীতি এড়াতে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বার ব্যবহার করা হতো। এর পাশাপাশি নতুন বছরের পরীক্ষার ক্ষেত্রে এই বাড়তি নিয়ম চালু হবে বলে জানিয়েছেন পর্ষদ।