চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ জানুন

সম্প্রতি দূরদর্শনের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক্ষেত্রে প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ প্রভৃতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়তে থাকুন।

নিয়োগকারী সংস্থা:

কলকাতা দূরদর্শন।

পদের নাম:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, এক্ষেত্রে কর্মীদের সিনিয়র করেসপন্ডেন্ট পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ১৬/০১/২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত যোগ্য চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন এই পদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা:

উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই জার্নালিজম বা মাস কমিউনিকেশন বিষয় নিয়ে স্নাতক বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে।

অভিজ্ঞতা:

আবেদনকারীদের  অন্তত পাঁচ বছরের সংশ্লিষ্ট পদের পেশাদারি পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

শূন্য পদ:

নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা বলা রয়েছে ১টি

বেতনের বিবরণ:

নিযুক্ত কর্মীরা এই পদে নিয়োগের প্রথম মাস থেকে ৮০,০০০ টাকা পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে সংশ্লিষ্ট পদের জন্য।

নিয়োগ পদ্ধতি:

সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য থাকছে দারুন খবর, কর্মী নিয়োগ করছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য প্রথমেই প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনে প্রার্থীরা আবেদন পত্র জমা দিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আবেদন পত্রের সাথে আবেদনকারীর পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শংসাপত্র অবশ্যই জমা দিতে হবে।

মেয়াদকাল:

দূরদর্শনের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত প্রার্থীদের প্রথমে দুই বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে মেয়াদকাল বাড়ানো হবে।

কাজের স্থান:

প্রসার ভারতীর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী নিযুক্তদের কাজের জায়গা হবে কলকাতায়।

এ বিষয়ে আরো অতিরিক্ত তথ্যের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আবেদন সংক্রান্ত কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে প্রার্থীরা অবশ্যই hrcell413@gmail.com-এই ইমেইল আইডিতে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *