শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট বাংলার অন্যতম ব্যস্ততম বাণিজ্য বন্দর। সম্প্রতি এই পোর্টের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বছরের শুরুতেই সুখবর দিল এই সংস্থা। জানা যাচ্ছে কলকাতা ডক সিস্টেমের জন্য নিয়োগ করতে চাইছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের জন্য বিশদে আলোচনা করা হলো।
সংস্থার নাম:
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট
শূন্যপদের সংখ্যা:
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বমোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
কাজের ধরন:
বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।
বয়সসীমা:
উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীতে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন:
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বাছাই করা কর্মচারীদের প্রতি মাসে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: প্রাণী কল্যাণ বিভাগে রয়েছে আগ্রহ? এবার এই বিষয়েই পড়াশুনো করার সুযোগ দিচ্ছে ইগনু
শিক্ষাগত যোগ্যতা:
উপরোক্ত পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়াও দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের মাধ্যম:
আগ্রহী প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে সমস্ত নথি সহ উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ই ফেব্রুয়ারীর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
জমা করা আবেদন পত্রের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে।