কোভিডের সময় থেকেই নিট ইউজি পরীক্ষাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। ২০২১ থেকে এই পরীক্ষায় সংযুক্ত করা হয়েছিল সেকশন বি-তে একটি বিকল্প প্রশ্ন। এর জন্য কিছুটা বাড়তি সময়ও রাখা হয়েছিল। পরীক্ষার্থীদের মোট ২০০ টি প্রশ্নের মধ্যে ১৮০ টি উত্তর দিতে হত। এক্ষেত্রে সময় বরাদ্দ ছিল তিন ঘন্টা কুড়ি মিনিট। এবার থেকে এই পরীক্ষায় বেশ কিছু রদবদল ঘটতে চলেছে।
পরীক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতে পরীক্ষা পদ্ধতিতে এবার কিছু বদল আনতে চলেছে এনটিএ। বিগত কয়েক বছরে কয়েকবার প্রশ্ন ফাঁসের খবর কানে এসেছে এনটিএ-র। তাই কারচুপি এড়াতে এহেন ব্যবস্থা গ্রহণ করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, আগের বছরের ন্যায় এবছরেও অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে ওয়েমার বা অপটিক্যাল মার্ক রেকগনিশন শিটের মাধ্যমে পরীক্ষা নিতে হবে বলে নির্দেশ দিয়েছে, এনএমসি তথা জাতীয় মেডিকেল কমিশন।
জানা যাচ্ছে, এবার থেকে ফের পুরনো নিয়মে নিট ইউজি পরীক্ষা হবে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কোনো সেকশন বি বলে আলাদা বিভাগ থাকবে না। পরীক্ষায় মোট তিনটি ভাগ থাকছে। যথা- পদার্থবিদ্যা, রসায়ন ও বায়োলজি অর্থাৎ জীববিদ্যা। পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের প্রতিটিতে ৪৫ টি করে প্রশ্ন থাকবে। বায়োলজি বিভাগে ৯০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের ১৮০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। সময় থাকবে ৩ ঘণ্টা। শীঘ্রই নিট ইউজির আবেদন শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এনটিএ-র তরফ থেকে কোনো অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হয়নি।
আরও পড়ুন: উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করলেন মোদি, হতে পারে বিপুল বিনিয়োগ
এবার থেকে নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের আর আপার আইডি লাগবে না। সমস্ত পরীক্ষার্থীদের জন্য এনটিএ পেন ও পেপারের আয়োজনও করবে। ২০২৪ সালের হওয়া নিট ইউজি নিয়ে অনেক বিতর্ক সামনে এসেছিল। ৫ই মের পরীক্ষায় বেনিয়মের অভিযোগও উঠেছিল। সব দিক বিবেচনা করেই পরীক্ষা নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করল এনটিএ।
চার বছর পর নিট ইউজি পরীক্ষা তার পুরানো ফরম্যাটে ফিরতে চলেছে। ২০২৫ এ যেসব পরীক্ষার্থী নিট ইউজি দেবে, তাদের এই নতুন ফরম্যাটে পরীক্ষা দিতে হবে। এবার থেকে একটি শিফটে পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও সময় দুইই প্রাক-কোভিড বিন্যাসে ফিরিয়ে আনা হচ্ছে।