পেশ হয়েছে বাজেট ২০২৫, দৈনন্দিন কোন কোন জিনিসের দাম বদলালো জানুন

সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ২০২৫ পেশ করেছেন। এর মধ্যেই সরকারের একাধিক সিদ্ধান্তের কথা নিয়ে হচ্ছে জোর কদমে আলোচনা। তবে এবারের বাজেটে বিশেষ করে ভাবা হয়েছে মধ্যবিত্তদের কথা। এক্ষেত্রে কিছু পণ্যের দাম যেমন কমানো হয়েছে আবার কিছু পণ্যের দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে যে কোন কোন জিনিসের দাম বেড়েছে বা কমেছে। দেরি না করে চলুন জেনে নিই বিশদে।

১. ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট ২০২৫ ঘোষণার সময় জানিয়েছেন ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ৩৬টি ক্যান্সারের ওষুধের উপর থেকে তুলে নেওয়া হয়েছে শুল্ক। যার জন্য এই সমস্ত ওষুধের দাম কমতে চলেছে।

২. এছাড়াও এবারের বাজেটে দেশীয় পোশাকের দাম কমাতে শুল্কের উপর অতিরিক্ত ছাড় দেওয়া হবে। যা আসলে মধ্যবিত্ত মানুষদের জন্য বড় লাভদায়ক হতে চলেছে।

৩. মোবাইল ফোনের দাম কমানোর জন্যও শুল্কের ছাড় দেওয়া হয়েছে। যার জন্য কমতে চলেছে মোবাইলের দাম।

৪. নতুন বাজেট ২০২৫ অনুযায়ী LED এবং LCD টিভির দামেও পরিবর্তন আসতে চলেছে। এতেও ছাড় দেওয়া হয়েছে শুল্ক ফলে কমতে চলেছে দাম।

আরও পড়ুন: মুম্বাইতে সেটেল করার কথা ভাবছেন, মাসিক খরচ কত হতে পারে জানা আছে?

৫. চামড়াজাত দ্রব্যের উপর থেকেও কমিয়ে নেওয়া হয়েছে শুল্কের ভার। যার জন্য এই সব জিনিসের মূল্য কমে আসতে চলেছে।

৬. নতুন এই বাজেটে বৈদ্যুতিক গাড়ির উপর থেকেও শুল্ক কমিয়ে নেওয়া হয়েছে। যার ফলে আগামীতে পরিবেশবান্ধব যানবাহনের গুরুত্ব এবং ব্যবহারের সুযোগ বাড়বে।

৭. এছাড়াও ফ্রোজেন ফিশের উপর থেকেও কমিয়ে নেওয়া হয়েছে শুল্কের ভার। ফলে এই ধরনের মাছের দাম কমে আসতে পারে।

৮. এছাড়াও বাজেট ২০২৫ অনুযায়ী ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। যার জন্য কিছু নির্দিষ্ট পণ্যের দাম বাড়তে চলেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *