মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। দাম কমতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। শনিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। তেল বিপনণ সংস্থাগুলি ২০২৫-র ১লা ফেব্রুয়ারি থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে।
যে শহরগুলিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দিল্লি। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হোটেল বা রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। দাম কমার ফলে ব্যবসায়ীরা লাভবান হবে। কিন্তু আমরা বাড়িতে ১৪.২ কেজির যে রান্নার গ্যাস ব্যবহার করি, সেটার দাম অপরিবর্তিত থাকছে। এমনকি এই রান্নার গ্যাসের দাম অনেকদিন কমেনি। গার্হস্থ্য এলপিজি গ্যাসের দাম অনেকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। প্রসঙ্গত, ১ই আগস্ট ২০২৪ থেকে রান্নার গ্যাসের দাম একই রয়েছে।
বর্তমানে ইন্ডিয়ান অয়েল তালিকা অনুযায়ী, দিল্লী, কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮২৯ টাকা, ৮০২.৫ টাকা ও ৮১৫.৫ টাকা। যারা উজ্জ্বল যোজনার আওতায় রয়েছেন তারা আরো কম দামে গ্যাস পান।
আরও পড়ুন: পেশ হয়েছে বাজেট ২০২৫, দৈনন্দিন কোন কোন জিনিসের দাম বদলালো জানুন
এর আগে ২০২৫ সালের শুরুতে অর্থাৎ ১ই জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। এবার আসুন জেনে নেওয়া যাক, নতুন নিয়ম অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম কত ধার্য করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ই ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হবে ১৭৪৯.৫ টাকা। আগে জানুয়ারিতে সেটা ১৭৫৬ টাকা ছিল। আবার জানুয়ারিতে চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬৬ টাকা। সেটা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকা হবে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরে রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৮১৮.৫০ টাকা। যেটা আগে নভেম্বরে ১৮০২ টাকা ছিল। কলকাতায় এটি ১৯১১.৫০ টাকা থেকে বেড়ে ১৯২৭ টাকা হয়েছিল, মুম্বইতে এটি ১৭৫৪.৫০ টাকা থেকে ১৭৭১ টাকা এবং চেন্নাইতে এটি ১৯৬৪.৫০ টাকা থেকে ১৯৮০.৫০ টাকা হয়েছিল।