ছুটি মানেই হল বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে আরাম করে সময় কাটানো বা কাছে-দূরে কোথাও ঘুরতে যাওয়া। তবে চাকরিজীবীদের হাতে থাকে গোনা কয়েকটি ছুটি। চাইলেই যারা সব সময় ছুটি নিতে পারে না। আবার বেসরকারি কোম্পানিগুলির ছুটির কাঠামো সরকারের থেকে আলাদা। রবিবার সরকারি কর্মকর্তাদের জন্য নিয়মিত সরকারি ছুটি, যেখানে বেশিরভাগ বেসরকারি কোম্পানি প্রতি মাসের শনিবার এবং রবিবার বন্ধ থাকে।
এই নিয়মিত সরকারি ছুটির দিনগুলি ছাড়াও, বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই কর্মরত সকল কর্মচারী সরকারি ছুটি এবং জাতীয় ছুটি পান। সপ্তাহের ওই একটা ছুটির দিন সরকারি কর্মচারীদের কাছে অনেক কিছু গৃহস্থালীর কাজ, বেশিরভাগই সাপ্তাহিক বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত রকারি কাজ সেরে ফেলেন রবিবার করে। তবে ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে এক দারুন সুখবর।
আরও পড়ুন: প্রথম দিনেই খননকার্য বন্ধ, দেউচা-পঁচামির বিক্ষুব্ধ আদিবাসীরা
প্রেমের সপ্তাহে সরকারের তরফ থেকে বোনাস হিসাবে পেয়ে যাচ্ছে দুদিন সরকারি ছুটি। প্রথমে ১৪ই ফেব্রুয়ারি শবে বরাত এর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে জানা গেছে যে, ১৪ই ফেব্রুয়ারি শবেবরাত নয়। শবে বরাত পড়েছে ১৩ই ফেব্রুয়ারি। কি ভাবছেন তাহলে ১৩ই ফেব্রুয়ারি ছুটি আর ১৪ই ফেব্রুয়ারি আগের মতই খোলা থাকবে? একদমই নয়।
ঠাকুর পঞ্চানন বর্মার শুভ জন্মতিথি হলো ১৪ই ফেব্রুয়ারি। তাই ১৩ই ও ১৪ই, এই দুই দিনই সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ তারিখ পড়ছে বৃহস্পতিবার, ১৪ তারিখ শুক্রবার। ১৫ তারিখ হল মাসের দ্বিতীয় শনিবার। তাই ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এইভাবে দেখা যায় যে পরপর চার দিন একটি লম্বা ছুটি পাওয়া যাচ্ছে।