ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ২১৫ টি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?

এই মুহূর্তে সারা দেশ তথা রাজ্যে সরকারি চাকরি প্রায় কস্তুরি মৃগের সমান হয়ে দাঁড়িছে। দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী প্রতি নিয়ত চাকরির জন্য চেষ্টা করে চলেছেন। বছরের পর বছর পড়েই চলেছেন। কিন্তু তা সত্বেও বেশিরভাগই চাকরির মুখ দেখেন না। তাই যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হাপিত্যেশ করে বসে আছেন তাদের জন্য রয়েছে দারুন এক সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে প্রচুর পরিমানে কর্মী নিয়োগ করতে চলেছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থার নাম

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

কতগুলি শূন্যপদ রয়েছে

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে মোট ২১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কোন পদে কর্মী নিয়োগ হবে

জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেনডেন্ট এবং জুনিয়র বিজনেস অ্যাসিট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

কাজের স্থান

নিয়োগপ্রাপ্ত কর্মীরা কলকাতাতে থেকেই কাজ করার সুযোগ পাবে।

  • নিয়োগের পর জুনিয়র অপারেটর এবং জুনিয়র এটেনডেন্ট পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ন্যূনতম ২৩০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
  • জুনিয়র বিজনেস অ্যাসিট্যান্ট পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ন্যূনতম ২৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০৫০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে প্রতিটি আলাদা পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। বিশদে জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবকে ৯২৩টি পদ, দশম শ্রেণীর পাশেই করতে পারবেন আবেদন

নিয়োগ পদ্ধতি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রথম পরীক্ষাটি হবে কম্পিউটারের মাধ্যমে। পরবর্তীতে উত্তীর্ণ আবেদনকারীদের স্কিল/ প্রফিসিয়েন্সি/ ফিজিক্যাল এফিশিয়েন্সি পরীক্ষা নেওয়া হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উপরের তিনটি পদে আবেদন জানাতে হলে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

এটি হল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন জানানো শুরু হয়েছে ৩রা ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *