কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের বিভিন্ন শূন্যপদ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী নিয়োগ

কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ উৎকর্ষ কেন্দ্র, ১৯৮০ সালে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই-এর অধিভুক্ত একটি সিভিল সেক্টর স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের দৃষ্টিভঙ্গি হল প্রতিরক্ষা এবং আধা সামরিক কর্মী সহ স্থানান্তরযোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য একটি সাধারণ শিক্ষা কার্যক্রম প্রদানের মাধ্যমে অভিন্ন এবং উচ্চমানের শিক্ষা প্রদান করা।

কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের লক্ষ্য হল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এর মতো অন্যান্য সংস্থার সাথে সহযোগিতায় শিক্ষায় পরীক্ষা-নিরীক্ষা এবং উদ্ভাবন শুরু করা এবং প্রচার করা। কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ বিভিন্ন পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছে।

সংস্থা নাম

কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে

মূলত কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জে শিক্ষক এবং অশিক্ষক দুই ধরনের পদেই কর্মী নিয়োগ করা হবে। নিম্নে শূন্য পদগুলির একটি তালিকা প্রদান করা হলো।

  • শিক্ষা কর্মীদের পদ: গণিত / সাধারণ বিজ্ঞান / সামাজিক বিজ্ঞান / হিন্দি / সংস্কৃত / ইংরেজি / জীববিজ্ঞান / রসায়ন) / কম্পিউটার প্রশিক্ষক / কোচ (খেলা ও খেলাধুলা) / নৃত্য প্রশিক্ষক (ধ্রুপদী / লোক) / সঙ্গীত শিক্ষক / ডাক্তার / শিক্ষা পরামর্শদাতা / ল্যাব অ্যাটেনডেন্ট / গ্রন্থাগারিক ইত্যাদি পদে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে।
  • অশিক্ষক কর্মীদের পদ: পিয়ন / সুইপার / প্রহরী / ড্রাইভার ইত্যাদি পদে প্রশিক্ষিত স্নাতক অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা

যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রার্থীকে স্নাতক পদে উত্তীর্ণ হতে হবে। শিক্ষা কর্মী হিসেবে যোগ দিতে হলে সংশ্লিষ্ট বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ২১৫ টি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?

নির্বাচন প্রক্রিয়া:

কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ, চুক্তিভিত্তিক শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করবে। তাই মূলত সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মীদের নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশ ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে সঙ্গে উল্লিখিত শংসাপত্র ও নথি পত্র গুলির সর্বোত্তরিত নকল যুক্ত করে ইন্টারভিউ রুমে উপস্থিত থাকতে হবে। চুপ প্রার্থীদের নথিপত্রের নকলের সাথে সাথে যাচাই করনের জন্য আসল কপিও সঙ্গে আনতে হবে।

কীভাবে আবেদন করবেন?

ইন্টারভিউ চলবে সকাল ৮:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত। ওই দিন ইচ্ছুক প্রার্থীকে স্বশরীরে কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ ময়দান ক্যাম্প ওয়াক-ইন ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://ballyunge.kvs.ac.in। আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র সহ অন্যান্য যাবতীয় ইনফরমেশনের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *