দূরপাল্লার বাসের টিকিট কাটা নিয়ে চিন্তিত? হাবড়ায় হচ্ছে টিকিট বুকিং কাউন্টার

দূরপাল্লার টিকিট কাটা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ট্রেনের টিকিট হোক কিংবা বাসের যদি সময় মত পাওয়া না যায় তাহলে ঘুরতে যাওয়ার মজাটাই মাটি হয়ে যায়। যারা সম্প্রতি দূরপাল্লার বাসের টিকিট কাটা নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের প্রতিবেদনে রয়েছে মুশকিল আসান। দূরপাল্লার পাশের টিকিট কেটে ঘুরতে যাওয়া এখন আর কোন সমস্যার বিষয় নয়। বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে।

যখন দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া যায় না তখন বেশিরভাগ মানুষ ভরসা করে বাসের উপর। কিন্তু দূরপাল্লার বাসের টিকিট কাটা মোটেই সহজ ব্যাপার নয়। বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘেঁটে তারপর এই টিকিট কাটতে হয়। কিন্তু হাবড়াবাসীকে এখন থেকে আর কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। দূরপাল্লার টিকিট কাটার জন্য আর দিতে হবে না কোনরকম অতিরিক্ত চার্জ। হাবড়া তথা উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দাদের জন্য সুখবর।

আপনার বাড়িও কি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে? তাহলে আপনিও কিন্তু পাবেন এই বিশেষ সুবিধা। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর ও WBTC হাবড়া ডিপোর উদ্যোগে জয়গাছি মোড়ের ৭৩ নম্বর বাস স্ট্যান্ডে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু হলো। যাত্রীরা এবার থেকে আর দূরপাল্লার বাসের টিকিটের জন্য অতিরিক্ত টাকা খরচ করবে না। বরং কাউন্টার থেকে ন্যায্যমূল্যে দূরপাল্লার বাসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এই ধরনের সুযোগ যে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে তা সত্যিই কল্পনা করা যায় না।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের সাথে অংশীদারিত্বে গতিশীলতা ও পরিকাঠামোতে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে র‍্যাপিডো

জানেন কি এই বাসস্ট্যান্ড থেকে কোথায় কোথায় যাওয়ার বাস ছাড়ে? হাবড়া বাসস্ট্যান্ড থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়া এখন আর সমস্যার বিষয় নয়। যেমন বাসে করেই যেতে পারবেন দিঘা, গঙ্গাসাগর, বকখালি, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বিষ্ণুপুর, আরামবাগ, মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, হেরিয়া, কাঁথি, কোলাঘাট, নামখানা। টিকিট বুকিং কাউন্টার থেকে ৩০ দিনের অগ্রিম টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।

যাত্রীরা টিকিট বুকিং কাউন্টার পাবেন টিকিট কাটার সুবিধা এবং সবথেকে মজাদার বিষয় হলো ঘরে বসে ফোন করে টিকিট কাটারও সুবিধা পাবেন যাত্রীরা। হাবড়া ডিপোর তরফে দুটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। 7003952540 এবং 8335063294 নম্বরে ফোন করে টিকিট বুকিং সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *