এবার আইপিএল দেখুন সম্পূর্ণ বিনামূল্যে, সুযোগ দিচ্ছে জিওহটস্টার

বাজারে আসতে না আসতেই তাক লাগানো শুরু করে দিয়েছে জিওহটস্টার ওটিটি প্ল্যাটফর্ম। গ্রাহকদের কাছে খুলে দিয়েছে নতুন দরজা। আকর্ষণীয় প্ল্যাটফর্মটি অত্যাধুনিক রিচার্জ প্লানে আকৃষ্ট করছে গ্রাহকদের। যদি এমন কোন রিচার্জ প্ল্যান থাকতো যা দিয়ে এই প্ল্যাটফর্মটির সমস্ত সুবিধা পাওয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না। এইসব অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই প্রতিবেদনে। চলুন জেনে নেওয়া যাক জিওহটস্টার প্ল্যাটফর্মের জন্য জিও কোন নতুন চমক আনতে চলেছে।

জিও ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে জিওহটস্টার নামক একেবারে নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এই একটি প্ল্যাটফর্মে রিচার্জ করলেই গ্রাহকেরা দেখতে পাবে ডিজনি+ হটস্টার এবং জিও সিনেমা এই দুইয়ের কনটেন্ট। একই ছাদের তলায় এত কিছুর সমারোহ সত্যিই আকৃষ্ট করছে দর্শকদের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গ্রাহকরা যদি একেবারে বিনামূল্যে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চান তাহলে অবশ্যই জানতে হবে এই দুর্দান্ত সুযোগটি সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী যারা যাচ্ছে যে, জিও গ্রাহকের জন্য এনেছে বিশাল বড় ধামাকা। তাদের একটি রিচার্জ প্ল্যানে এই নতুন ওটিটি প্ল্যাটফর্মের ৩ মাসের সাবস্ক্রিপশন অফার চালু হচ্ছে। এর অর্থ হল গ্রাহকদের এখন থেকে আর রিচার্জের অর্থ ছাড়া আর কোনরকম অর্থ খরচ করতে হবে না। তাহলে আসন্ন আইপিএল ম্যাচগুলোর আনন্দ উপভোগ করা যাবে নিজের মোবাইলে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: ২০০৭-এর পর থেকে একটানা ব্যর্থতার পর, ফের মাথাচাড়া দিয়ে জেগে উঠল বিএসএনএল

বর্তমানে জিও হল ভারতের সবথেকে বৃহত্তম বেসরকারি টেলিকম সংস্থা এবং এটি তাদের একটি রিচার্জ প্ল্যানে দৈনিক কল, এসএমএস ও ডেটা প্যাকের পাশাপাশি একেবারে বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে। ভাববে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। জিও তাদের ৯৪৯ টাকা মূল্যের ৮৪ দিনের ভ্যালিডিটিযুক্ত এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কলিং, ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২GB করে ডেটা দিচ্ছে। সংস্থাটি এখানেই কিন্তু শেষ করেনি বরং এই জনপ্রিয় প্ল্যানে নতুন ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারের ৩ মাসের সাবসক্রিপশন অফার করছে। বলা যেতে পারে জিওর এই প্ল্যানের বৈধতা যদিও 84 দিনের তবুও একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং এটি ৯০ দিনের জন্য বৈধ থাকবে।

এই বেসরকারি টেলিকম সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার বর্তমানে একত্রিত হয়ে জিওহটস্টার হয়েছে। এই নতুন পরিষেবা ১৪ই ফেব্রুয়ারি থেকেই চালু হয়ে গেছে। তাই গ্রাহকেরা নতুন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন এবং একইসঙ্গে দেখতে পারবেন ডিজনি+ হটস্টার এই দুই প্ল্যাটফর্মের কনটেন্ট। দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম মার্জ হয়ে যাওয়ায় সংস্থার লোগোও বদলে গিয়েছে। যেসব গ্রাহকদের স্মার্টফোনে ইতিমধ্যেই জিও সিনেমা অ্যাপটি ইন্সটল করা আছে তারা সরাসরি জিওহটস্টার স্ট্রিমিং অ্যাপ স্থানান্তরিত হয়ে যাবেন। জিও জানিয়ে দিয়েছে, ফোনে ইনস্টল থাকা জিও সিনেমা সরাসরি জিওহটস্টারে রিডিরেক্ট হয়ে যাবে। তারজন্য আলাদা কোনও সমস্যা হবে না গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *