শোলের বিখ্যাত চরিত্র গব্বর, কিন্তু আমজাদ খানের এই রোল করার কথাই ছিল না

বলিউডে এতদিন ধরে যেসব সিনেমা তৈরি হয়ে এসেছে তাদের মধ্যে প্রথম সারির এবং সর্বকালের সেরা সিনেমা হল ‘শোলে’। সেইসময় এই সিনেমাটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। সিনেমাটির জনপ্রিয়তা এতটাই বেশি যে এখনো দর্শকদের মাঝে এটি বেশ চর্চিত। অনায়াসে এই সিনেমার অসাধারণ চিত্রনাট্য, দুর্দান্ত অভিনয়, আর ডি বর্মনের সুরের জাদু দর্শকদের মন জয় করেছিল। সব মিলিয়ে বলা যেতে পারে ‘শোলে’ হিন্দি সিনেমার ইতিহাসে এক মাইলফলক। তবে এই সিনেমার বহু অজানা তথ্য রয়েছে যা সাধারণ মানুষ জানে না। আজকের এই প্রতিবেদনে সেইসব অজানা তথ্যই আলোচনা করা হবে।

সিনেমার চরিত্রগুলো যেন বাস্তবের মতই সত্যিকারের এবং দর্শকদের মনে এখনো জায়গা করে রেখেছে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন ও আমজাদ খান অভিনীত এই ছবির প্রতিটি চরিত্রই আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে বিভিন্ন চরিত্রের মধ্যেও যে চরিত্রটি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল তা হল গব্বরের চরিত্র। গব্বর সিংয়ের চরিত্রটি দর্শকদের মনে এখনো সমানভাবে জায়গা করে রেখেছে। এত ভয়ংকর একটি খলনায়কের চরিত্র তবুও যেন সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। খলনায়কের ভূমিকায় আমজাদ খান যেন হয়ে উঠেছিলেন স্বতন্ত্র এক অধ্যায়।

কিন্তু এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন অন্য আরেকজন। শোলে’র গব্বর সিং চরিত্রে প্রথম থেকেই আমজাদ খানকে ভাবা হয়নি, বরং ভাবা হয়েছিল নেওয়া হবে অন্য কাউকে। নির্মাতারা প্রথমে বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে এই চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন। কিন্তু কেউ রাজি হয়নি এই চরিত্রের জন্য। একজন নয়, দু’জন অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন গব্বর সিংয়ের অফার। চলুন জেনে নিই কাদের কাছে গিয়েছিল এই প্রস্তাব?

আরও পড়ুন: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি সাওয়ান্ত, এবার তিনি পাকিস্তানের পুত্রবধূ হবেন

প্রথমে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক ড্যানি ডেনজংপাকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে দিয়ে করানো যায়নি এই সিনেমা। শুটিং শুরুর সময় তিনি মুম্বইয়ের বাইরে থাকায় শোলে ছবিতে তিনি অভিনয় করতে পারেননি। তারপর এই অফার আসে বলিউডের আরেক জনপ্রিয় ভিলেন রঞ্জিতের কাছে। তিনিও ছিলেন ড্যানির ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এই খলনায়কের চরিত্রে অভিনয় করতে তিনি রাজি হননি।

শেষপর্যন্ত এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় আমজাদ খানকে। তবে তিনি দর্শকদের নিরাশ করেননি, নিজের সবটুকু দিয়ে ফুটিয়ে তুলেছিলেন চরিত্রটিকে। গব্বর সিংয়ের চরিত্রে নিজের অভিনয়ের পারদর্শিতা ফুটিয়ে তোলেন আমজাদ খান। এরপরের কথা আর কাউকে বলে দিতে হবে না। আজও ‘শোলে’র গব্বর রয়ে গেছেন বলিউডের সবচেয়ে স্মরণীয় খলনায়কদের মধ্যে একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *