পরিচারিকা, ডেলিভারি পার্সনদের জন্য ইউনিভার্সাল পেনশন স্কিমের পরিকল্পনা কেন্দ্রের, কবে থেকে চালু হবে?

রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই তাদের দেশের নাগরিকদের কথা ভেবে চালু করেছে নানান প্রকল্প। যে প্রকল্পে উপকৃত হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে বাড়ির গৃহবধূ, কৃষক এবং বয়স্ক ব্যক্তিরা। তবে এইসব প্রকল্পে সুবিধা পেলেও অসংগঠিত কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নেই। আর সেই অসংগঠিত কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্যই এক নতুন পেনশন পরিকল্পনা কেন্দ্রের। কি এই নয়া পেনশন পরিকাঠামো? কারা, কিভাবেই বা এই পেনশনের আওতাভুক্ত হতে পারবেন? কি সুবিধা পাওয়া যাবে?

ভারত সরকারের পরিকল্পিত এই নতুন পেনশন পরিকাঠামো হলো ইউনিভার্সাল পেনশন। মূলত নির্মাণশ্রমিক, পরিচারিকা, ডেলিভারি পার্সন অর্থাৎ যারা অসংগঠিত কর্মক্ষেত্রে কর্মরত তাদের সুবিধার্থেই এই পেনশন পরিকাঠামো চালু করার পথে কেন্দ্র সরকার। যার ফলে দেশের অসংগঠিত কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের বার্ধক্য বয়সে আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। কারা পাবেন এই পেনশনের সুবিধা?

শ্রম মন্ত্রক তরফে জানানো হয়েছে, দেশে চালু হাওয়া বেশ কিছু প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নথিভুক্ত হতে পারেন না। সরকার পরিচালিত বেশ কিছু সেভিংস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন তারা। তাই তাদের জন্যই এই নয়া পরিকল্পনা কেন্দ্রের। তবে এই ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতাভুক্ত হতে পারবেন সকলেই। তিনি চাকরিজীবী হোন অথবা স্বনিযুক্ত। কি সুবিধা মিলবে এই ইউনিভার্সাল পেনশন স্কিমে?

আরও পড়ুন: শেষ হতে চলেছে ভোটার কার্ড-আধারের গুরুত্ব, চালু হবে সিটিজেন কার্ড

খবর রয়েছে কেন্দ্র সরকার দ্বারা পরিকল্পিত এই ইউনিভার্সাল পেনশন স্কিমে বেশ কিছু প্রকল্পকে একত্রিত করা হবে। তবে স্কিমের সাথে কোনো কর্মক্ষেত্র সংযুক্ত থাকবে না। ফলে এই স্কিমের সুবিধা হল বার্ধক্য বয়সে গিয়ে পেনশন পাওয়া। তবে এর জন্য এই পেনশন স্কিমে নথিভুক্ত ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট অর্থ জমা করতে হবে। আর সেই অর্থের ভিত্তিতে ৬০ বছর বয়সে পেনশন পাবেন তারা।

তবে ভারত সরকার প্রস্তাবিত এই ইউনিভার্সাল পেনশন স্কিম সকলের জন্য প্রযোজ্য। তবে বাধ্যতামূলক নয়। দেশবাসী নিজের ইচ্ছা স্বরূপ করতে পারে। তবে ভারত সরকারের এই পেনশনের সাথে ইপিএফও সাদৃশ্যতা নেই। তবে ইপিএফওর নেতৃত্বেই চলছে এই প্রকল্পের কাজ। প্রশ্ন উঠছে ভারত সরকারের পরিকল্পিত এই প্রকল্প আদৌ বাস্তবে স্থান পাবে কিনা। কারণ হিসেবে বর্তমানে যে হারে জিনিসপত্রের দাম তাতে করে শ্রমিকদের আয় করা অর্থ পুরোটাই ব্যয় হচ্ছে। ফলে যাদের জন্য এই পেনশন প্রকল্পের ভাবনা কেন্দ্রের তারা টাকা জমা করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *