বিশ্ব ফুটবলে একটি কিংবদন্তি নাম হল লিওনেল মেসি। ছোট থেকে বড় সকলেই মেসির ফ্যান। তার একঝলক দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। ভারতে যারা মেসির ফ্যান তাদের জন্য একটি দুর্দান্ত খবর। আবারও ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার সম্পর্কে যত বলা যায় ততই যেন কম। ভারতের মাটিতে আবার কবে পা রাখবেন তিনি? চলুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত, মেসির কলকাতা আগমনের জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন। শতদ্রু বেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন যে, এই নতুন বছরে লিওনেল মেসিকে ভারতে আনার সম্পূর্ণ চেষ্টা করবেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা গেছে শতদ্রুকে। ফুটবল প্রেমীরা এর থেকেই আশার আলোও দেখতে পাচ্ছে। হয়তো চলতি বছরেই ভারতে পা রাখবেন এই ফুটবলের রাজা।
এর আগে অবশ্য ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো। লিওনেল মেসিকে ভারতে আনার চেষ্টা চলছে বহুদিন ধরেই। তিনি এর আগে দেখা করেছেন মেসির বাবা তথা মেসির এজেন্ট জর্জ মেসির সঙ্গে। শুক্রবার অবশেষে তিনি সাক্ষাৎ পেয়েছেন মেসির। ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহার দিয়েছেন লিওকে। সোশ্যাল মিডিয়াতে তার করা পোস্ট দেখে ভক্তরা খুবই খুশি।
আরও পড়ুন: ফিডের প্রতিযোগিতা না খেলাবেন না ম্যাগনাস কার্লসেন, কেন এই সিদ্ধান্ত
তবে শতদ্রু’র পোস্টে এমন কিছু ইঙ্গিত করা নেই যা থেকে বোঝা যাচ্ছে লিওনেল মেসি ভারত তথা কলকাতায় আসতে পারেন। যদিও বা আসেন তাহলে তার সফরের সূচি ঠিক কী রকম হবে তা এখনও স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। শতদ্রু বহুদিন ধরেই চেষ্টা করছেন তাকে ভারতে আনার, সোশ্যাল মিডিয়াতে তিনি যেভাবে পোস্ট করছেন তাতে ফুটবলপ্রেমীরা আশার আলো দেখছেন। তাছাড়া চলতি বছর এমনিতেও কেরলে খেলতে আসার কথা আর্জেন্টিনার। অবশ্য মেসি সেই দলের অংশ হিসাবে ভারতে আসবেন কিনা সেটা স্পষ্ট নয়।
এর আগে ২০১১ সালে তিনি আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি। তখন অবশ্য আর্জেন্টিনার হয়ে কোন ট্রফি জিততে পারেনি তিনি। যদিও সেদিনের মেসির সঙ্গে আজকের মেসির বিস্তর ফারাক। ফুটবলার হিসাবে তার স্থান এখন অনেক উপরে, জনপ্রিয় ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম।