আবারও মেট্রো চলাচলে বিভ্রাট, টানা ২দিনেরও বেশি সময় বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা

কলকাতার যাতায়াতের লাইফ লাইন বলা হয় মেট্রোকে। কারণ কোনো যানজট সমস্যা ছাড়াই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় এই মেট্রো পরিষেবা। ফলেই কোনো কারনে মেট্রো পরিষেবা বন্ধ হলে ভোগান্তি শিকার হতে হয় কলকাতার নিত্য মেট্রো যাত্রীদের। অন্যদিকে চাপ বাড়ে সড়কপথে। তবে সম্প্রতি আবারও মেট্রো চলাচল বন্ধ রাখার ঘোষণা করলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। টানা ২দিনের বেশি সময় ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল। কি কারনে এই সিদ্ধান্ত কলকাতা মেট্রোর?

প্রসঙ্গত, ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় কলকাতায়। ১৯৮৪ সালে কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু করা হয়। তারপর দিল্লিতে চালু হয় ভারতের দ্বিতীয় মেট্রো। যা অত্যন্ত দ্রুতগামী পরিবহন ব্যবস্থা। এই পরিষেবার ওপর প্রতিদিনে ভরসা করে থাকেন কলকাতার বহু নিত্য যাত্রী। ফলে কোনো কারণে মেট্রো বিভ্রান্তি ঘটলে সমস্যায় পড়তে হয় কলকাতার মেট্রো যাত্রীদের। বেশ কিছুদিন আগেই মেট্রো পরিষেবা বন্ধের কারণে ভোগান্তির শিকার হয়েছিল নিত্য মেট্রোযাত্রীরা। তেমনি আবারও বিশেষ বন্ধের কারণে সমস্যার সম্মুখীন কলকাতা মেট্রোযাত্রীরা।

কিন্তু কি কারণ? সূতের খবর বহুদিন ধরেই চলছিল বউবাজার এলাকার মেট্রো রুটের কাজ। তবে সম্প্রতি সেই এলাকার মেট্রোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যার ফলে এবার সংযুক্ত হবে এসপ্ল্যানেড টু শিয়ালদহ মেট্রো রুট। আর সেই সংযুক্তিকরণের আগে সংশ্লিষ্ট লাইনের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে, কতটা নিরাপদ তা পরীক্ষা করতে আসবেন মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আর সেই পর্যবেক্ষণের কারণেই টানা ২দিনের বেশি সময় বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। চলবে বউবাজার এলাকার মেট্রো লাইনের খুঁটিনাটি বিষয়ে পর্যবেক্ষণ।

আরও পড়ুন: পড়ুয়াদের রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৫০ কলেজ

কোন কোন তারিখ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? কলকাতা মেট্রোর খবর অনুযায়ী চলতি সপ্তাহের ৭ই মার্চ অর্থাৎ শুক্রবার থেকে ১০ই মার্চ সোমবার পর্যন্ত বন্ধ থাকবে গ্রীন লাইন ১ এবং গ্রীন লাইন ২-এর মেট্রো চলাচল। অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ৭টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছাড়বে। অন্যদিকে ৭টা ৩ মিনিটে ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে। ঐদিন সন্ধ্যে ৭টা ৫ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদার দিকে আসতে পারে শেষ মেট্রো। অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৭টার পর বন্ধ হবে মেট্রো পরিষেবা।

তাহলে কবে থেকে চালু হবে মেট্রো চলাচল? খবর অনুযায়ী সোমবার সকাল ৭টার পর চালু হতে পারে মেট্রো পরিষেবা। প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে। সকাল সোয়া ৮টায় মেট্রো চলাচল শুরু হতে পারে শিয়ালদা টু সেক্টর ফাইভ রুটে। তাই এই কদিন সড়কপথেই যাতায়াত করতে হবে নিত্য মেট্রো যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *