আর পড়তে হবে না জাল নোটের সমস্যায়, জেনে নিন ৫০০ টাকার আসল নোট চেনার নিয়মগুলি

যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে। আর এই প্রযুক্তিগত দিক থেকে উন্নতি ঘটার ফলে মানুষের যেমন সুবিধা বাড়ছে তেমনি বাড়ছে অসুবিধা। তৈরি হচ্ছে নানান জটিলতা। তেমনি একটি বিশেষ সমস্যা বা জটিলতা হলো জাল নোট। বর্তমানে বাজারে ৫০০ টাকার আসল এবং জাল নোট চিনতে গিয়ে দ্বন্দ্বে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় একই রকম হওয়ায় নোট চিনতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে দেশের নাগরিকদের। তবে আর সেই হয়রানি নয়, সমস্যা দূর করতে আরবিআই বেশ কিছু নোট চেনার নিয়ম জানিয়েছে। যে নিয়মগুলি অনুসরণ করলে সহজেই বোঝা যাবে নোট আসল নাকি জাল। তাই চলুন সময় নষ্ট না করে ৫০০ টাকার নোট চেনার সহজ নিয়মগুলি জেনে নেওয়া যাক।

বিশেষ ছবি

আসল নোট চেনার নিয়ম হলো ভালো করে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিটি দেখে নেওয়া। যা নোটের সাদা অংশটিতে থাকে। পাশাপাশি সেই ছবির উপর হাত দিয়ে দেখে নিতে হবে জায়গাটি খসখসে কিনা। যদি খসখসে হয় তাহলে বুঝবেন নোটটি আসল। শুধু তাই না, ৫০০ টাকার নোটে অবশ্যই লক্ষ্য করবেন ভারতীয় ঐতিহ্য অশোক স্তম্ভের ছবি রয়েছে কিনা। যদি থাকে তাহলে তা আসল টাকা।

টাকার পরিমান লেখা

যদি হাতে ৫০০ টাকার নোট পান তাহলে তা আলোর মধ্যে ফেলুন। দেখবেন ২টো পিঠেই একই সারিতে ৫০০ লেখাটি ফুটে উঠবে। তাহলেই বোঝা ৫০০ টাকাটি আসল।

বিশেষ চিহ্ন

নতুন ৫০০ টাকার নোট চেনার নিয়ম হলো তিনটি বিশেষ লাইন। সহজেই আসল নোট চেনার জন্য RBI তরফে নোটে ৩টি বিশেষ লাইন দিয়েছে। আর সেই তিনটে লাইন দেখা যাবে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে। তাহলে বোঝা যাবে টাকাটি জাল নয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সব থেকে বেশি প্রভাবশালী দেশ কোনটি? ভারতের স্থান কোথায়?

মাইক্রোটেক্সটে লেখা

৫০০ টাকার নোট আসল না নকল তা পরখ করার আরো একটি সহজ নিয়ম হলো মাইক্রোটেক্সটে লেখা ৫০০ চিহ্নটি ভালো করে দেখা। টাকার ডান দিকে ৫০০ লেখাটি মাইক্রোটেস্টে থাকে। পাশাপাশি সেখানে দেখা যাবে ৫টি বিশেষ লাইন। যা টাকার দু পিঠেই দেখা যাবে। তাহলেই বোঝা যাবে টাকাটি আসল।

বিশেষ লেখা ও রং

আরবিআই তরফে জানানো নোট চেনার নিয়মগুলির মধ্যে আরও একটি সহজ নিয়ম আছে। যা সহজেই আসল ও জাল নোটের তফাৎ করতে পারে। আর সেই বিশেষ চিহ্ন হল জাতির জনক গান্ধীজির ছবির পাশে ভারত লেখা। যেটি একবার দেবনাগরী হরফে লেখা থাকবে। অন্যদিকে ইংরেজিতে ইন্ডিয়া হিসেবে লেখা থাকবে। তাহলে বুঝবেন সেটি আসল নোট। পাশাপাশি নোট চেনা আরো সহজ করার জন্য এই ভারত লেখাটিতে বিশেষ রং যোগ করেছে আরবিআই। আর এই রং যদি ভালোভাবে দেখে চিনতে পারেন তাহলে সেই টাকা যে আসল তা নিয়ে কোনো সন্দেহই থাকবে না।

তাহলে বুঝতে পেরে গেলেন নোট চেনার সহজ নিয়ম গুলি কি কি হলে এবার থেকে ৫০০ টাকার নোট হাতে পেলে তা ভালো করে পরক করে তবেই তা গ্রহণ করুন তানাহলে পড়তে পারেন বড় বিপদে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *