ছন্দপতন বিজয়-তামান্না জুটির রসায়নে, হঠাৎ কি হল বলিউডের সেরা জুটির জীবনে?

বর্তমানে বিনোদন জগতের অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। কি না জানা যায় এই সমাজ মাধ্যম থেকে। পৃথিবীর কোনার কোনার খবর উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। চলে তারকা, মহা তারকাদের নিয়ে জোর চর্চা। তেমনি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে বিজয়-তামান্না জুটির রহস্য। খবর উঠেছে বিচ্ছেদের পথে হাঁটছেন টিনসেল টাউনের সেরা জুটি। আর সেই নিয়েই জোর আলোচনা নেটদুনিয়ায়। সত্যিই কি তাই? কিন্তু কি কারণে এই আলাদা হওয়ার সিদ্ধান্ত?

প্রসঙ্গত, বলিউড জগতের অন্যতম দক্ষিণী তারকা হলেন বিজয় ভার্মা। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেন ওয়েব সিরিজে। চলচ্চিত্র জগতে বেশ ভালই নামডাক রয়েছে তার। অন্যদিকে বলিপাড়ার নজরকারা নায়িকা হলেন তামান্না ভাটিয়া। যাকে তামিল, তেলেগু ছবিতেই অভিনয় করতে দেখা যায় এই সুন্দরী নায়িকাকে। তবে নায়ক-নায়িকা হিসেবে বিশেষ জনপ্রিয় হলেও এই জুটি বলিউডের পাওয়ার কাপল হিসেবে বিশেষভাবে জনপ্রিয়। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে কাপল থেকে বিচ্ছিন্ন হতে চলেছেন এই জুটি। কিন্তু কেন?

সিনেমা জগতে আলাদা আলাদা ভাবে অভিনয় করলেও ‘লাভ স্টোরি ২’-তে অভিনয় করতে দেখা যায় এই জুটিকে। আর সেই রসায়ন থেকেই দুজনের কেমিস্ট্রি আরো ঘনিষ্ট হয়। বলা ভালো তাদের প্রেমের সূত্রপাত ওই সিরিজের মধ্যে দিয়ে। ওয়েব সিরিজে তাদের জুটি দর্শকরা যেমন পছন্দ করেছিলেন তেমন অফস্ক্রিনেও তাদের নিয়ে বেশ চর্চা করে তাদের ভক্তবৃন্দরা।

আরও পড়ুন: দীর্ঘ ৩৭ বছরের সম্পর্কে ফাটল গোবিন্দ-সুনীতার

শুটিং সেট থেকে কেমিস্ট্রি শুরু হলেও তারা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে মুখ না খুললেও ক্যামেরায় ধরা পড়েছে তাদের গভীর রসায়ন। প্রায়ই মুম্বইয়ের শপিংমলে, সিনেমা হলে একত্রে দেখা গেছে বিজয়-তামান্না জুটিকে। এমন কি বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাজিৎদের ক্যামেরাবন্দি হন একসাথে। অনুষ্ঠানেও বিজয়-তামান্না জুটিকে একসাথে হাসিখুশিতে দেখা যায়। তবে সম্প্রতি সেই সম্পর্কে দাড়ি টানার খবর প্রকাশ্যে এসেছে।

শোনা যাচ্ছে ২০২৫ সালে বিবাহ করবেন বলে ঠিক করেছিলেন বিজয়-তামান্না জুটি। তবে সম্প্রতি খবর এসেছে বলিউডের পাওয়ার কাপল সিদ্ধান্ত নিয়েছে আলাদা আলাদা থাকার। বেশ কয়েক সপ্তাহ আগেই তারা আলাদা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এই বিচ্ছেদের কারণ কোনো তৃতীয় ব্যক্তি নয়। তারা পারস্পরিকভাবেই বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিয়ের বিষয়টিকে দূরে রেখে এখন কাজেই মনোযোগ দেবেন বলে ঠিক করেছেন। সেই মতো পরিশ্রমও করছেন বিজয়-তামান্নার জুটি। আর এই খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল উঠেছে সমাজ মাধ্যমসহ বালিপাড়ায়। তবে টিনসেল টাউনের চর্চিত জুটির তরফে কোনো বক্তব্য আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *